TMC || Saket Gokhale: তিনদিনে ২ বার গ্রেফতার? সাকেতের আবেদন নিয়ে সোচ্চার তৃণমূল! গুজরাতে প্রতিনিধি দল

Last Updated:

TMC || Saket Gokhale: ভোর রাতেই গুজরাত রওনা হন তৃণমূল সাংসদরা। রাতভর জেগে পোস্টার লিখেছেন তৃণমূল সাংসদ দোলা সেন। পোস্টারে লেখা 'সুপ্রিম কোর্ট জানিয়েছে নির্বাচন কমিশন বিজেপি সরকারের হাতের পুতুল। এটাই তার প্রমাণ।'

আমেদাবাদ তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল
আমেদাবাদ তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল
#নয়াদিল্লি: শুক্রবার সকালে গুজরাতের আমেদাবাদ পৌঁছল তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। আমেদাবাদ হাইকোর্টে সাকেতের জামিনের আবেদন করা হয় আজ। এই সংক্রান্ত কিছু নথি সাকেতের আইনজীবী ইজাজ কুরেসির হাতে তুলে দিয়ে মুরগির উদ্দেশ্যে রওনা হন তৃণমূল প্রতিনিধি দলের সদস্যরা।
জামিন পাওয়ার পরেও ফের সাকেত গোখলেকে গ্রেফতারের প্রতিবাদ জানাতেই গুজরাত পৌঁছে গিয়েছেন তৃণমূল সাংসদরা। প্রতিনিধি দলে রয়েছেন দলের রাজ্যসভার সাংসদ দোলা সেন ও শান্তনু সেন। রয়েছেন লোকসভার সাংসদ সুনীল মণ্ডল, খলিলুর রহমান এবং অসিত মাল। কী কারণে সাকেতকে জামিন দেওয়ার পরেও তাঁকে আটকে রাখা হয়েছে, তা স্থানীয় প্রশাসনের থেকে জানতে চাইবেন তৃণমূল সাংসদরা।
advertisement
সাকেতের গ্রেফতারি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন তীব্র কটাক্ষ করেন এই পদক্ষেপের।
advertisement
advertisement
এদিন ভোর রাতেই গুজরাত রওনা হন তৃণমূল সাংসদরা। রাতভর জেগে পোস্টার লিখেছেন তৃণমূল সাংসদ দোলা সেন। পোস্টারে লেখা 'সুপ্রিম কোর্ট জানিয়েছে নির্বাচন কমিশন বিজেপি সরকারের হাতের পুতুল। এটাই তার প্রমাণ।' প্রসঙ্গত উল্লেখ্য, গতকালই গুজরাতে রেকর্ড আসন পেয়ে ক্ষমতায় ফিরেছে বিজেপি। আর সেদিনই ফের গ্রেফতার সাকেত। জয় এবং সংখ্যা গরিষ্ঠতার অহংকারেই বিজেপির ডবল ইঞ্জিন সরকার এমন অগণতান্ত্রিক আচরণ করছে বলে অভিযোগ করেছে তৃণমূল।
advertisement
ইতিমধ্যেই সাকেতের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় সরব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে ‘আপত্তিকর’ ট্যুইট করার অভিযোগেই গুজরাত পুলিশ গ্রেফতার করেছে সাকেতকে। যে ট্যুইটের জন্য সাকেতকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, সেটি গত ১ ডিসেম্বর নিজের ট্যুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছিলেন সাকেত। তিনি লিখেছিলেন, ‘‘গুজরাতে মোরবি সেতু ভাঙার পর সেখানে মোদির পরিদর্শনের জন্য ৩০ কোটি টাকা খরচ হয়েছে। যার মধ্যে সাড়ে ৫ কোটি খরচ হয়েছে শুধুমাত্র মোদিকে অভ্যর্থনা জানানোর অনুষ্ঠান এবং ছবি তোলার জন্য। যেখানে মোরবি সেতু ভেঙে মৃত ১৩৫ জনকে মোট ৫ কোটি টাকার এককালীন ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।’’
advertisement
সাকেতের গ্রেফতার প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় ট্যুইটারে লেখেন, "মানুষের জীবনের বিনিময়ে নিজের আখের গোছানো শাসকের বিরুদ্ধে নির্ভীক ভাবে রুখে দাঁড়িয়েছিলেন সাকেত। ভয় পেয়ে বিজেপি গুজরাত পুলিশকে দিয়ে গ্রেফতার করিয়েছে আমাদের জাতীয় মুখপাত্রকে।’’ মমতা বন্দ্যোপাধ্যায় রাজস্থানে সাকেতের গ্রেফতার প্রসঙ্গে বলেন, 'খুব খারাপ এবং দুঃখের খবর। সাকেত খুবই ঝকঝকে মানুষ। সামাজিক মাধ্যমে খুবই জনপ্রিয়। তিনি কোনও ভুল করেননি।' তাঁর কথায়, 'আমার বিরুদ্ধেও তো কত ট্যুইট হয়। সাইবার অপরাধের বিষয়টি অবশ্যই দেখা উচিত। যেখানে দেশের বিপদ হতে পারে, ব্যক্তিগত আক্রমণ হয়, এমন কোনও বিষয়ে ট্যুইট করা উচিত নয়। তবে তিনি তো মোরবি সেতু ভেঙে পড়া নিয়ে ট্যুইট করেছেন। এই প্রতিহিংসামূলক পদক্ষেপকে ধিক্কার।'
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
TMC || Saket Gokhale: তিনদিনে ২ বার গ্রেফতার? সাকেতের আবেদন নিয়ে সোচ্চার তৃণমূল! গুজরাতে প্রতিনিধি দল
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement