আজ ফের মুখোমুখি মোদি-মমতা! জি-২০ ভার্চুয়াল বৈঠকে দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী

Last Updated:

Modi Mamata Meet: বৈঠক হচ্ছে দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে। সেই বৈঠকে আজ যোগ দেবেন তিনি। আজ বিকেল পাঁচটায় এই বৈঠক শুরু হবে।

আজ মুখোমুখি মোদি-মমতা
আজ মুখোমুখি মোদি-মমতা
#কলকাতা: দিল্লির বৈঠকের পর আজ ফের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। আজ বিকেলে ভার্চুয়াল বৈঠকে দেশের সমস্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী বছর ভারতে আয়োজিত হবে জি২০ সম্মেলন। সেই কারণে সোমবার দিল্লিতে দেশের সব স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তৃণমূল সভানেত্রী হিসেবে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার বৈঠক হচ্ছে দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে। সেই বৈঠকে আজ যোগ দেবেন তিনি। আজ বিকেল পাঁচটায় এই বৈঠক শুরু হবে।
দেশের বিভিন্ন প্রান্তে জি২০ সম্মেলনের জন্য প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তবে যে সমস্ত রাজ্যে জি২০ সম্মেলনের সময় বিশেষ আয়োজন হবে তাদের ওপর বিশেষ জোর দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। ‌সেই প্রস্তুতির লক্ষ্যেই এই বৈঠক করা হচ্ছে।‌ সেদিক থেকে বাংলায় বৈঠক গুরুত্বপূর্ণ।
advertisement
advertisement
নতুন বছরের শুরুতেই কলকাতার সম্মেলন উপলক্ষ্যে তিন দিনের এক বিশেষ বৈঠকের আয়োজন করা হবে। কলকাতায় ৯-১১ জানুয়ারি গ্লোবাল পার্টনারশিপ ফর ফিনান্সিয়াল ইনকলিউশন সংক্রান্ত বিষয়ক ওয়ার্কিং কমিটির বৈঠক হবে। মনে করা হচ্ছে আজ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে সেই বৈঠক নিয়ে আলোচনা হতে পারে।
advertisement
এছাড়াও জি২০ সম্মেলন ঘিরে বিভিন্ন রাজ্যের উৎকৃষ্ট পণ্যকে তুলে ধরার পরিকল্পনাও রয়েছে কেন্দ্রীয় সরকারের। সেই বিষয়েও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজ কথা হতে পারে প্রধানমন্ত্রীর। এ ছাড়াও আগামী বছরের ৮ ও ৯ ফেব্রুয়ারি কলকাতাতে হবে বিজ্ঞান গবেষণা সংক্রান্ত আরও একটি বৈঠক। পাশাপাশি শিলিগুড়িতে এপ্রিল মাসের ৩-৫ তারিখে পর্যটন সংক্রান্ত বিষয়ে একটি বৈঠক হবে। আলোচনায় উঠে আসতে পারে সেই সব প্রসঙ্গও।
advertisement
আবির ঘোষাল
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আজ ফের মুখোমুখি মোদি-মমতা! জি-২০ ভার্চুয়াল বৈঠকে দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement