গুজরাতের বিপুল জয়ে 'সেলিব্রেশন' বঙ্গ বিজেপির! বিধানসভায় লাড্ডু বিলি বিধায়কদের
- Published by:Sanjukta Sarkar
- Written by:ARUP DUTTA
Last Updated:
গুজরাতে দল জিতছে ধরে নিয়ে আগাম সেই জয় 'সেলিব্রেট' করার পরিকল্পনা করেছিল বিজেপি। বিধানসভার কর্মসূচিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুপস্থিতিতে মুখ্য সচেতক মনোজ টিগ্গা, অগ্নিমিত্রা পল, বিশাল লামারা বিধানসভার কর্মীদের লাড্ডু বিলি করেন।
প্রত্যাশা মতই, গুজরাত নির্বাচনে জিতল বিজেপি। সব এক্সিট পোল সমীক্ষাতেই তার আভাস ছিল। তবু, জেতা আসন যে দেড়শো ছাড়িয়ে যাবে, বোধহয় এতটা নিশ্চিত ছিল না মোদি, শাহের গুজরাত। স্বাভাবিক কারনেই গুজরাতে স্থানীয় কর্মী সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মত। কিন্তু, কলকাতার বুকে গুজরাতের জয়কে নিয়ে রাজ্য বিজেপির উন্মাদনা দেখে পথ চলতি মানুষ কিছুটা অবাকই হয়েছেন।
advertisement
গুজরাতে দল জিতছে ধরে নিয়ে আগাম সেই জয় 'সেলিব্রেট' করার পরিকল্পনা করেছিল বিজেপি। বিধানসভার কর্মসূচিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুপস্থিতিতে মুখ্য সচেতক মনোজ টিগ্গা, অগ্নিমিত্রা পল, বিশাল লামারা বিধানসভার কর্মীদের লাড্ডু বিলি করেন। বিধানসভার বাইরে চলতি বাস ও ট্যাক্সির যাত্রী, পথ চলতি মানুষের মধ্যেও তারা লাড্ডু বিলি করেন। বিধায়কদের লাড্ডু বিলি নিয়ে হুড়োহুড়ি দেখে কিছুটা হকচকিয়ে যান তারা।
advertisement
advertisement
বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার দাবি, গুজরাতে যে সুষ্ঠ ও অবাধ নির্বাচন হয়েছে, তার সিকিভাগও এ রাজ্যের মানুষ কল্পনা করতে পারেন না। তবু, আগামী নির্বাচনে বিজেপিই এ রাজ্যে ক্ষমতায় আসবে। আর, লাড্ডু বিলি প্রসঙ্গে অগ্নিমিত্রা পলের দাবি, অবশ্যই বিজেপির কাছে এটা দারুন খুশীর খবর। রাজ্য বিজেপির কর্মীদের কাছে এটা একটা মস্ত মরাল বুস্ট আপ। পরে, নিজামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলেন, গুজরাতের এই ল্যান্ড স্লাইড ভিক্ট্রি গোটা দেশের বিজেপির সামনে একটা মাইলস্টোন। '২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপি ৪০০ র বেশি আসন পাবে, বলেও দাবি করেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 09, 2022 7:42 AM IST