গুজরাতের বিপুল জয়ে 'সেলিব্রেশন' বঙ্গ বিজেপির! বিধানসভায় লাড্ডু বিলি বিধায়কদের

Last Updated:

গুজরাতে দল জিতছে ধরে নিয়ে আগাম সেই জয় 'সেলিব্রেট' করার পরিকল্পনা করেছিল বিজেপি। বিধানসভার কর্মসূচিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুপস্থিতিতে মুখ্য সচেতক মনোজ টিগ্গা, অগ্নিমিত্রা পল, বিশাল লামারা বিধানসভার কর্মীদের লাড্ডু বিলি করেন।

রাজ্য বিধানসভায় লাড্ডু বিলি
রাজ্য বিধানসভায় লাড্ডু বিলি
প্রত্যাশা মতই, গুজরাত নির্বাচনে জিতল বিজেপি। সব এক্সিট পোল সমীক্ষাতেই তার আভাস ছিল। তবু, জেতা আসন যে দেড়শো ছাড়িয়ে যাবে, বোধহয় এতটা নিশ্চিত ছিল না মোদি, শাহের  গুজরাত। স্বাভাবিক কারনেই গুজরাতে স্থানীয় কর্মী সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মত। কিন্তু, কলকাতার বুকে গুজরাতের জয়কে নিয়ে রাজ্য বিজেপির উন্মাদনা দেখে পথ চলতি মানুষ কিছুটা অবাকই হয়েছেন।
advertisement
গুজরাতে দল জিতছে ধরে নিয়ে আগাম সেই জয় 'সেলিব্রেট' করার পরিকল্পনা করেছিল বিজেপি। বিধানসভার কর্মসূচিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুপস্থিতিতে মুখ্য সচেতক মনোজ টিগ্গা, অগ্নিমিত্রা পল, বিশাল লামারা বিধানসভার কর্মীদের লাড্ডু বিলি করেন। বিধানসভার বাইরে চলতি বাস ও ট্যাক্সির যাত্রী, পথ চলতি মানুষের মধ্যেও তারা লাড্ডু বিলি করেন। বিধায়কদের লাড্ডু বিলি নিয়ে হুড়োহুড়ি দেখে কিছুটা হকচকিয়ে যান তারা।
advertisement
advertisement
বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার দাবি, গুজরাতে যে সুষ্ঠ ও অবাধ নির্বাচন হয়েছে, তার সিকিভাগও এ রাজ্যের মানুষ কল্পনা করতে পারেন না। তবু, আগামী নির্বাচনে বিজেপিই এ রাজ্যে ক্ষমতায় আসবে। আর, লাড্ডু বিলি প্রসঙ্গে অগ্নিমিত্রা পলের দাবি, অবশ্যই  বিজেপির কাছে এটা দারুন খুশীর খবর। রাজ্য বিজেপির কর্মীদের কাছে এটা একটা মস্ত মরাল বুস্ট আপ। পরে, নিজামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলেন, গুজরাতের এই ল্যান্ড স্লাইড ভিক্ট্রি গোটা দেশের বিজেপির সামনে একটা মাইলস্টোন। '২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপি ৪০০ র বেশি আসন পাবে, বলেও দাবি করেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
গুজরাতের বিপুল জয়ে 'সেলিব্রেশন' বঙ্গ বিজেপির! বিধানসভায় লাড্ডু বিলি বিধায়কদের
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement