CBI | ED: এত সহজে ছাড় নয়, CBI-ED- কর্তাদের মেয়াদ বৃদ্ধির বিরুদ্ধে ছক সাজাচ্ছেন মহুয়া-সুরজেওয়ালারা

Last Updated:

CBI | ED: কংগ্রেস ও তৃণমূল নেতারা তাঁদের আবেদনে সিবিআই, ইডির অধিকর্তাদের কার্যকালের মেয়াদ বৃদ্ধিতে কেন্দ্র যে অধ্যাদেশ জারি করেছে, সেই অধ্যাদেশ অবিলম্বে রদের আবেদন জানিয়েছেন।

সিবিআই -ইডি নিয়ে এবার সংঘাতে বিরোধীরা
সিবিআই -ইডি নিয়ে এবার সংঘাতে বিরোধীরা
#নয়াদিল্লি: সিবিআই(CBI), ইডির(ED) অধিকর্তাদের(Director) কার্যকালের মেয়াদ বৃদ্ধি নিয়ে সুপ্রিম কোর্টের(Supreme court) দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র(Mahua Moitra)। বুধবার তিনি শীর্ষ আদালতে মামলা দায়ের করেছেন। এবার কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা (Randeep Singh Surjewala) এই ইস্যুতে সুপ্রিম কোর্টের দারস্থ হলেন।
কংগ্রেস নেতা তাঁর আবেদনে সিবিআই, ইডির অধিকর্তাদের কার্যকালের মেয়াদ বৃদ্ধিতে কেন্দ্র যে অধ্যাদেশ জারি করেছে, সেই অধ্যাদেশ অবিলম্বে রদের আবেদন জানিয়েছেন।  সিসিবিআই এবং ইডি-র ডিরেক্টরের কার্যকালের মেয়াদ ২ বছর থেকে বাড়িয়ে ৫ বছর করেছে কেন্দ্রীয় সরকার। তবে, ‘দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট (১৯৪৬)’ এবং ‘সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন অ্যাক্ট (২০০৩)’ অনুযায়ী সংশ্লিষ্ট আধিকারিকদের কার্যকালের মেয়াদ ছিল দু’বছর। তাই আইন সংশোধনের জন্য অধ্যাদেশ জারি করা হয়।
advertisement
advertisement
এরপরেই কংগ্রেস সহ বিরোধী দলগুলি মোদি সরকারকে নিশানা করেছে। রাজনৈতিক হস্তক্ষেপ এড়াতে সিবিআই, ইডি, আইবি-র মতো কেন্দ্রীয় সংস্থাগুলির প্রধানদের কার্যকালের মেয়াদ দু’বছর করা হয়েছিল। কিন্তু মোদি সরকার রাজনৈতিক সুবিধার উদ্দেশ্যে এই মেয়াদ বাড়িয়েছেন বলে অভিযোগ বিরোধীদের। বুধবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র শীর্ষ আদালতে মামলা দায়ের করেছেন। এক টুইটে তিনি জানান, ‘সিবিআই এবং ইডি অধিকর্তাদের মেয়াদ বৃদ্ধির বিষয়ে কেন্দ্রীয় অধ্যাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আমি পিটিশন দাখিল করেছি। কেন্দ্রের এই পদক্ষেপ সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী।’
advertisement
বিজেপি সরকারকে নিশানা করে কংগ্রেস আগেই অভিযোগ করে, ‌বিজেপি সরকার দেশের সমস্ত প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা ক্ষুন্ন করছে। সরকারের সাম্প্রতিক অধ্যাদেশ তারই উদাহরণ। সংসদের শীতকালীন অধিবেশন আসন্ন। এবার মেয়াদ বৃদ্ধির ইস্যুটি নিয়ে সংসদ সরগরম হবে, তা বলাই যায়। ইতিমধ্যেই বিরোধীরা সংসদে সিবিআই-‌ইডি অধিকর্তাদের মেয়াদ বৃদ্ধি নিয়ে সরব হবেন বলে জানিয়েছেন। বিরোধীদের প্রশ্ন, সংসদ শুরুর কয়েকদিন আগে এই অধ্যাদেশ কেন? এই অধ্যাদেশের মাধ্যমে কি সংসদের মর্যাদা ক্ষুন্ন করা হচ্ছেনা?‌‌ সেই প্রশ্নও তুলেছেন কংগ্রেস নেতা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
CBI | ED: এত সহজে ছাড় নয়, CBI-ED- কর্তাদের মেয়াদ বৃদ্ধির বিরুদ্ধে ছক সাজাচ্ছেন মহুয়া-সুরজেওয়ালারা
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement