Subhashree Ganguly on Messi Incident: 'দেখাতে পারবেন, আমার জন্য কোথাও মেসিকে দেখা যায়নি!' সন্তানদের মেরে ফেলার হুমকি আসতেই মেসি-কাণ্ডে গর্জে উঠলেন শুভশ্রী
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Manash Basak
Last Updated:
Subhashree Ganguly on Messi Incident: যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসির গোট ইন্ডিয়া ট্যুর ভেস্তে যাওয়ার পর থেকেই ট্রোলের শিকার বাংলা ছবির অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সাড়ে ১১টায় মাঠে এসে পৌঁছোন মেসি। শুভশ্রী জানান, তিনিও নিজের চোখে মাঠের পরিস্থিতি উত্তপ্ত হতে দেখেন। পুরো পরিস্থিতির দায় আয়োজকদের বলেও দাবি করেন শুভশ্রী। পরিস্থিতি অশান্ত হওয়ার পরে বেরিয়ে যান সেখান থেকে। তখনই নাকি প্রযুক্তির গন্ডগোলের জেরে সেই ছবিগুলি তাঁর ইনস্টাগ্রামে পোস্ট হয়ে যায়। তবে সেটা বানতলায় শ্যুটিংয়ে পৌঁছে অভিনেত্রী দেখতে পান।
advertisement
ভিডিওতে শুভশ্রী নিজেই প্রশ্ন তোলেন, ''আমি নিজেও মাঠের পাশের তাঁবুতে বসে মেসিকে দেখতে পাচ্ছিলাম না। আপনারাই বা কী ভাবে দেখবেন? কিন্তু আমি কি মাঠে ছিলাম? আমি কি আপনাদের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিলাম? যে ভাবে আমাকে কটাক্ষ করা হচ্ছে, যেন আমি মেসির পাশে মাঠে দাঁড়িয়েছিলাম। আমার কী দোষ? হোটেলে গিয়ে ছবি তোলা আমার দোষ? ভুল সময়ে প্রযুক্তির কারণে ছবি পোস্ট হয়ে যাওয়া আমার ভুল হতে পারে।''
advertisement
শুভশ্রী ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ''আমি একজন নারী, আমি বাংলা ছবির অভিনেত্রী বলেই কি আমাকে আক্রমণ করছেন? বলিউডেও তো করিনা কাপুর গিয়েছিলেন। শাহরুখ খান আসেননি ছবি তুলতে? আমার দোষ কী! আমাকে কারও প্রাক্তন প্রেমিকা বলে কটাক্ষ করা হচ্ছে। ২০২৬ আসতে চলেছে। মহিলা হয়েও মহিলাদের এই ভাবে সম্বোধন করা হচ্ছে। আপনারা আমার সঙ্গে ঠিক করলেন তো?''
advertisement








