Tathagata Roy: 'দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী...', আরও বড় 'বিস্ফোরণের' ইঙ্গিত দিলেন তথাগত রায়!

Last Updated:

Tathagata Roy: তথাগত রায় এবং দিলীপ ঘোষ - দলের দুই অভিজ্ঞ নেতা যেভাবে পরস্পরকে কদর্য আক্রমণ করে চলেছিলেন, তা বঙ্গ বিজেপি-র কাছে ক্রমেই অস্বস্তিকর হয়ে দাঁড়াচ্ছে৷

ফের বিস্ফোরক তথাগত রায়
ফের বিস্ফোরক তথাগত রায়
#কলকাতা: তেমন কোনও বড় পদে না থেকেও ইদানীং কালে রাজ্য বিজেপি-তে সবচেয়ে আলোচিত নাম তথাগত রায় (Tathagata Roy)। সাম্প্রতিক কালে দিলীপ ঘোষ সহ (Dilip Ghosh) রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই খড়গহস্ত হচ্ছেন তথাগত। তাঁর এক-একটি ট্যুইট রীতিমতো বিস্ফোরণ ঘটাচ্ছে দলের অন্দরে। পাল্টা তাঁকে দিলীপ ঘোষরা আক্রমণ শানালেও তাতে বিশেষ পিছপা হচ্ছেন না মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল। তথাগত রায় এবং দিলীপ ঘোষ - দলের দুই অভিজ্ঞ নেতা যেভাবে পরস্পরকে কদর্য আক্রমণ করে চলেছিলেন, তা বঙ্গ বিজেপি-র কাছে ক্রমেই অস্বস্তিকর হয়ে দাঁড়াচ্ছে৷ এবার আরও এক কদম এগিয়ে গেলেন তথাগত।
advertisement
advertisement
বৃহস্পতিবার ট্যুইটারে তথাগত রায় লেখেন, ''বিজেপির শুভানুধ্যায়ীরা বলছেন, টাকা ও নারী নিয়ে আমার অভিযোগ প্রকাশ্যে নয়, দলের ভিতরে করা উচিত। আমি সবিনয়ে জানাই, সে সময় পেরিয়ে গেছে। বিজেপি আমাকে যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু নিজেদের চালচলন যদি আমূল সংস্কার না করে তা হলে পশ্চিমবঙ্গে দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী।''
advertisement
একাধিক বিতর্কিত মন্তব্যের পর দিন দুই আগেই ট্যুইটার ও ফেসবুকে নিজের 'বায়ো'তে বদল এনেছেন তথাগত। ট্যুইটে তিনি লিখলেন, '''সাধারণ একটি তথ্য: আমার প্রোফাইলের বিবরণীতে একটা ছোট্ট বদল করা হয়েছে। এতদিন যেখানে 'ছবিতে দেখা যাচ্ছে আইকনিক রবীন্দ্র সেতু' লেখা ছিল, সেখানেই এখন 'সম্প্রতি হুইসেলব্লোয়ার' লেখা হয়েছে।''তারপরই আরও একটি টুইটে তিনি লিখেছেন, 'আমি 'বিজেপি' শব্দটিও লিখেছি যাতে লোকে অন্য কোনও কিছু না ভেবে বসে।' শুধু ট্যুইটার নয়, ফেসবুকেও একই বদল করেন প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন রাজ্যপাল।
advertisement
একের পর এক আক্রমণের জবাবে তথাগতকে দল ছাড়ার পরামর্শ দিয়েছিলেন দিলীপ ঘোষ। আর সোশ্যাল মিডিয়ায় 'বায়ো' পরিবর্তন করতেই তথাগত রায়কে নিয়ে জল্পনা ছড়ায়, তাহলে কি দল ছাড়ছেন তিনি? কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। বরং নিজেকে দলের একজন কর্মী হিসেবে দেখিয়েছেন তিনি। দিলীপের পাশে দাঁড়িয়ে তথাগতকে দলের সাধারণ কর্মী বলে অভিহিত করেছেন বিজেপি-র বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তা সত্ত্বেও তথাগত রায়ের থামার কোনও লক্ষ্মণ নেই। বরং বিজেপির নির্দিষ্ট একটি অংশের বিরুদ্ধে আক্রমণ শানিয়েই চলেছেন তিনি।
advertisement
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের পর থেকেই তথাগত রায়ের নিশানায় রয়েছেন রাজ্য নেতাদের একাংশ। নিত্যদিনই রাজ্য বিজেপি নেতা বিশেষত দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়দের নিশানা করে চলেছেন তথাগত। এবার সেই বিস্ফোরণ আরও কয়েক কদম এগোনোর ইঙ্গিতই দিলেন রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি তথাগত রায়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tathagata Roy: 'দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী...', আরও বড় 'বিস্ফোরণের' ইঙ্গিত দিলেন তথাগত রায়!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement