Maharashtra's Aurangabad Renamed To Sambhajinagar: আস্থা ভোটের আগে বিরাট ঘোষণা উদ্ধবের! আওরঙ্গাবাদের নাম বদলে হল সম্ভাজিনগর

Last Updated:

CM Uddhav Thackeray Cabinet Renamed Aurangabad To Sambhajinagar: আওরঙ্গাবাদের নাম পরিবর্তন করে সম্ভাজিনগর করার অনুমোদন দিল উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা!

Aurangabad Renamed Sambhajinagar
Aurangabad Renamed Sambhajinagar
#মুম্বই: সরকার বাঁচাতে কোনও অস্ত্রই বাদ দিচ্ছে না উদ্ধব ঠাকরের শিবসেনা! মহারাষ্ট্র সরকারের ভবিষ্যৎ কী তা শিবসেনার একাংশের বিদ্রোহের কারণে অনিশ্চিতভাবে ঝুলে রয়েছে। এরই মধ্যে আওরঙ্গাবাদের নাম পরিবর্তন করে সম্ভাজিনগর করার অনুমোদন দিল উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা! মারাঠা ঐতিহ্যের উত্তরাধিকারকে প্রমাণ করতেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত, মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সম্ভাজি ছিলেন মারাঠা রাজা ছত্রপতি শিবাজীর জ্যেষ্ঠ পুত্র, যার নামানুসারেই দলটির নামকরণ করা হয়েছে। ওসমানাবাদের নাম পালটে হচ্ছে ধারাশিব।
১৭ শতকে যখন মুঘল সম্রাট আওরঙ্গজেব এই অঞ্চলের শাসক ছিলেন তখন এই স্থানের নাম বদলে আওরঙ্গবাদ নাম রাখা হয়। সম্ভাজির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন আওরঙ্গজেব। সেই মারাঠা নেতা সম্ভাজির নামেই ফের জায়গার নামকরণ করা দীর্ঘদিন ধরেই দলের দাবি ছিল। যখন একনাথ শিন্ডের নেতৃত্বে বিদ্রোহীরা হিন্দুত্ব মতাদর্শকে তুলেই উদ্ধব ঠাকরেকে চ্যালেঞ্জ করেছে সেই মুহূর্তে এমন সিদ্ধান্তকে যথেষ্ট ইঙ্গিতবাহী বলেই মনে করা হচ্ছে।
advertisement
advertisement
advertisement
মন্ত্রিসভা স্যাটেলাইট টাউন নির্মাণের জন্য বাস্তুচ্যুত জনগণের নেতা ডিবি পাটিলের নামে নভি মুম্বইতে একটি নতুন বিমানবন্দরের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে। এখানেই শেষ নয়, ওসমানাবাদ শহরের নাম পরিবর্তন করে ধারাশিব রাখারও সিদ্ধান্ত হয়েছে। হায়দরাবাদের শেষ শাসক মীর ওসমান আলি খানের নামানুসারে ওসমানাবাদের নামকরণ করা হয়। শহরের কাছাকাছি ৬ শতকের এক গুহার নাম থেকে নতুন নাম ধারাশিব রাখা হয়েছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra's Aurangabad Renamed To Sambhajinagar: আস্থা ভোটের আগে বিরাট ঘোষণা উদ্ধবের! আওরঙ্গাবাদের নাম বদলে হল সম্ভাজিনগর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement