Maharashtra News: শিশু দিবসে স্কুলে পৌঁছতে দশ মিনিট দেরি, শাস্তি একশো বার ওঠবোস! মহারাষ্ট্রে ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার মৃত্যু

Last Updated:

শিশু দিবসের দিনই শুক্রবার এই মর্মান্তিক ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের ভাসাইতে৷ জানা গিয়েছে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর নাম কাজল গোন্ড৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
স্কুলে পৌঁছতে দশ মিনিট দেরি হয়েছিল৷ তার শাস্তি হিসেবে ১২ বছরের ছাত্রীকে একশো বার ওঠবোসের শাস্তি দিয়েছিলেন শিক্ষক৷ শিক্ষকের সেই নির্দেশ পালন করতে গিয়েই মৃত্যু হল ওই বালিকার৷
শিশু দিবসের দিনই শুক্রবার এই মর্মান্তিক ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের ভাসাইতে৷ জানা গিয়েছে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর নাম কাজল গোন্ড৷
এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, শিশু দিবসের দিন মাত্র দশ মিনিট দেরিতে স্কুলে পৌঁছয় কাজল৷ ভাসাইয়ের শ্রী হনুমন্ত বিদ্যা মন্দির হাইস্কুলের ছাত্রী ছিল সে৷ অভিযোগ, স্কুলে দেরিতে পৌঁছনোয় তাকে একশো বার কান ধরে ওঠবোস করতে বলেন ক্লাসের শিক্ষক৷ একশো বার ওঠবোস করার পরই ওই ছাত্রীর কোমরের কাছে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়৷
advertisement
advertisement
বাড়ি ফেরার পর ওই ছাত্রীর অবস্থার আরও অবনতি হয়৷ তখন তাকে নালাসোপারার একটি হাসপাতালে ভর্তি করা হয়৷ অবস্থার আরও অবনতি হলে ওই ছাত্রীকে মুম্বইয়ের জে জে হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই ছাত্রীর৷
ওই ছাত্রীর পরিবারের অভিযোগ, স্কুলের কঠোর শাস্তি কারণেই কাজলের শারীরিক অবস্থার অবনতি হয় এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়৷ তাদের আরও অভিযোগ, পিঠে স্কুলব্যাগ নিয়েই ওই ছাত্রীকে একশো বার ওঠবোস করতে বাধ্য করা হয়৷ যার জেরে তার পীঠে, কোমরে যন্ত্রণা বাড়ে৷
advertisement
এই ঘটনায় স্কুলের অন্যান্য অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়৷ অভিযুক্ত শিক্ষক এবং স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন তাঁরা৷ মহারাষ্ট্র নবনির্মাণ সেনা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যতদিন না পর্যন্ত দোষীদের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করছে, ততদিন পর্যন্ত স্কুল খুলতে দেওয়া হবে না৷
বিহারের বিধানসভা নির্বাচনে প্রার্থী দিলেও খাতা খুলতে ব্যর্থ প্রশান্ত কিশোরের দল জন সুরজ পার্টি৷ একটিও আসনে জিততে ব্যর্থ প্রশান্ত কিশোরের দল৷ বিহারের নির্বাচনে মাত্র ৩.৪ শতাংশ ভোট পেয়েছে জন সুরজ পার্টি৷ একটি মাত্র আসনে দ্বিতীয় স্থান দখল করেছে প্রশান্ত কিশোরের দল৷ ১২৯টি আসনে তৃতীয় হয়েছে তারা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra News: শিশু দিবসে স্কুলে পৌঁছতে দশ মিনিট দেরি, শাস্তি একশো বার ওঠবোস! মহারাষ্ট্রে ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার মৃত্যু
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement