ভারতের চাপে নতিস্বীকার, অরুণাচলের পাঁচ অপহৃতকে আজ সমর্পন করছে চিন

Last Updated:

এই প্রথম নয়। মার্চ মাসেও আসাপিলা সেক্টর থেকে ২১ বছর বয়সি এক যুবককে অপহরণ করে পিএলএ। ১৯ দিন পরে মুক্তি দেওয়া হয়েছিল তাকে।

#নয়াদিল্লি: প্রথমে তারা জানিয়েছিল, ওই পাঁচ তরুণের বিষয়ে তারা কিছুই জানেন না। অথচ শুক্রবার সুর বদলে চিন জানাল, ১২ সেপ্টেম্বর শনিবার অরুণাচলের পাঁচ তরুণকে মুক্তি দেবে চিন। এ কথা শুক্রবার জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজজু।
লাদাখ সীমান্ত সংঘাত নিয়ে দেশব্যাপী উত্তেজনার পরিস্থিতিতে হঠাৎ করেই গত ৪ সেপ্টেম্বর গায়েব হন অরুণাচলের পাঁচ যুবক। যে পাঁচজন অপহৃত হয়েছেন বলে অভিযোগ, তাঁদের নাম তোচ সিংকাম, প্রসাত রিংলিং, ডংটু এবিয়া, তানুবেকার এবং এনগুরু দিরি৷ ম্যাকমোহন লাইন সংলগ্ন সুবর্ণসিড়ি জেলার নাচো সার্কেল এলাকার বাসিন্দা ওই পাঁচ যুবক। তাঁরা সকলেই তাজিন সম্প্রদায়ভুক্ত।ভারতীয় সেনার মালবাহক হিসেবে কাজ করত।
advertisement
তদন্তে নেমে পুলিশ জানায়, শুক্রবার আপার সুবর্ণসিড়ি জেলার নাচোয় ভারত-চিন সীমান্ত থেকে পাঁচ জন স্থানীয় যুবককে অপহরণ করেছে চিনা সেনা৷ এই পাঁচ যুবকই জঙ্গলে শিকারে গিয়েছিলেন বলে তাঁদের পরিবারের লোকজন দাবি করেছেন৷ ওই দলে থাকা বাকি দু' জন কোনও ক্রমে পালিয়ে এসে পুলিশকে ঘটনার কথা জানান৷
advertisement
ঘটনার কথা সামনে আসতে, প্রথমে গুরুত্বই দিতে চায়নি চিন। বরং তারা বলে, অরুণাচলের অস্তিত্বই তারা স্বীকার করে না। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বেজিংয়ে দাবি করেন, 'চিনের পূর্বভাগে ভারত-চিনসীমান্ত এবং চিনের দক্ষিণ অংশে তিব্বত নিয়ে আমাদের অবস্থান বরাবরই স্পষ্ট এবং ধারাবাহিক৷ চিন কোনওদিনই চিনা ভূখণ্ডকে বেআইনি ভাবে দখল করে গড়ে ওঠা অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দেয়নি৷'
advertisement
কিন্তু ভারত চাপ বাড়াতে থাকায় এক সময়ে নতি স্বীকার করে চিন। ট্যুইটারে কিরেণ রিজিজু জানান, 'হটলাইনে ভারতীয় সেনার পাঠানো বার্তার জবাব দিয়েছে চিনের সেনাবাহিনী৷ অরুণাচল প্রদেশের বাসিন্দা পাঁচ জন নিখোঁজ যুবকের খোঁজ পেয়েছে তাঁরা৷ সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে কীভাবে তাঁদের ভারতের হাতে তুলে দেওয়া হবে, তা নিয়ে আলোচনা চলছে৷'
অবশেষে দশ দিনের মাথায় মুক্তি পাচ্ছেন ওই পাঁচ যুবক।
advertisement
প্রসঙ্গত এই প্রথম নয়। মার্চ মাসেও আসাপিলা সেক্টর থেকে ২১ বছর বয়সি এক যুবককে অপহরণ করে পিএলএ। ১৯ দিন পরে মুক্তি দেওয়া হয়েছিল তাকে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভারতের চাপে নতিস্বীকার, অরুণাচলের পাঁচ অপহৃতকে আজ সমর্পন করছে চিন
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement