Aam Aadmi Party: পঞ্জাব দখলের পর এবার আম আদমি পার্টির পাখির চোখ কংগ্রেস শাসিত ছত্তিশগড় বিধানসভা!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Chhattisgarh Assembly Election: AAP ২০১৮ সালে ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে মোট ৯০ টি আসনের মধ্যে ৮৫ টিতেই প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু নির্বাচনী খাতা খুলতে পারেনি।
#নয়াদিল্লি: পঞ্জাবে ঐতিহাসিক জয়ের (Punjab Assembly Election Results 2022) পর এবার আম আদমি পার্টির (AAP) লক্ষ্য ছত্তিশগড়। আগামী বছর উপজাতি অধ্যুষিত এই রাজ্যে বিধানসভা নির্বাচনে (Chhattisgarh Assembly Election) প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Keriwal) নেতৃত্বাধীন এই দল (Aam Aadmi Party)। নির্বাচনী পরিকল্পনার অংশ হিসাবে, প্রবীণ AAP নেতা এবং দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই রবিবার ছত্তিশগড়ে দু’দিনের সফরে যাবেন। বর্তমানে কংগ্রেস শাসিত এই রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য আপের প্রস্তুতি পর্বের সূচনা বলা যেতে পারে এই সফরকে। AAP-এর পূর্বাঞ্চল শাখার (Aam Aadmi Party) দায়িত্বপ্রাপ্ত এবং বুরারির বিধায়ক সঞ্জীব ঝা গোপাল রাইয়ের সঙ্গে ছত্তিশগড়ে যাচ্ছেন।
আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দলের ‘অ্যাকশন প্ল্যান’ তৈরি করতে AAP নেতা ও কর্মীদের সঙ্গে একাধিক বৈঠক করবেন গোপাল রাই এবং সদস্য সংখ্যা (Aam Aadmi Party) বাড়াতে রাজ্যে সদস্যপদ অভিযানও চালু করবেন বলেও জানিয়েছে দলের এক সূত্র। রবিবার ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে দলের রাজ্য কার্যালয় উদ্বোধন করবেন তিনি।
advertisement
advertisement
পঞ্জাবে দলের দুর্দান্ত জয়ের উদযাপন উপলক্ষ্যে সোমবার এই রাজ্যে রায়পুরে আম আদমি পার্টির (Aam Aadmi Party) উদ্যোগে একটি বিজয় যাত্রায় অংশ নেবেন গোপাল রাই। “এই সফরটি আগামী বছরের বিধানসভা নির্বাচনের জন্য আমাদের কর্মপরিকল্পনা প্রস্তুত করার জন্যই। আমাদের বিজয় যাত্রার মাধ্যমে আমরা জনগণের কাছে আমাদের দলের বার্তা পাঠাব,” পিটিআইকে বলেন গোপাল রাই।
advertisement
আপের দিল্লির আহ্বায়ক গোপাল রাই জানিয়েছেন, আগামী বছর ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তের কারণ এই রাজ্যের মানুষ, বিশেষ করে যুবক এবং মহিলারা কংগ্রেস সরকারের শাসনের প্রতি আস্থা হারিয়েছেন এবং তারা ‘পরিবর্তন’ চান৷ “ছত্তিশগড় পৃথক রাজ্য হিসাবে আত্মপ্রকাশের পরে ১৫ বছর ধরে বিজেপি শাসন করেছে কিন্তু প্রতিশ্রুতি পূরণ করেনি। গত বিধানসভা নির্বাচনে, জনগণ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে এবং কংগ্রেসকে জিতিয়েছে,” বলেন তিনি। সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে এই রাজ্য শাসন করেও কংগ্রেস রাজ্যের জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণে ‘সম্পূর্ণ ব্যর্থ’ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
advertisement
AAP ২০১৮ সালে ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে মোট ৯০ টি আসনের মধ্যে ৮৫ টিতেই প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু নির্বাচনী খাতা খুলতে পারেনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 20, 2022 9:16 AM IST