Chennai Flood | T Rajeshwari Viral Video: কাঁধের উপর অসুস্থ মানুষকে নিয়ে দৌড়, বীরাঙ্গনা সেই মহিলা পুলিশ অফিসারকে মুখ্যমন্ত্রীর কুর্নিশ

Last Updated:

শুক্রবার সেই পুলিশকর্মী টি রাজেশ্বরীর অসামান্য কীর্তির জন্য সম্মান জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্তালিন (Chief Minister MK Stalin)।

কাঁধের উপর অসুস্থ মানুষকে নিয়ে দৌড়, বীরাঙ্গনা সেই মহিলা পুলিশ অফিসারকে মুখ্যমন্ত্রীর কুর্নিশ
কাঁধের উপর অসুস্থ মানুষকে নিয়ে দৌড়, বীরাঙ্গনা সেই মহিলা পুলিশ অফিসারকে মুখ্যমন্ত্রীর কুর্নিশ
#চেন্নাই: বন্যা কবলিত এলাকায় নারীশক্তির নজির গড়েছেন তামিলনাড়ু পুলিশের মহিলা ইন্সপেক্টর টি রাজেশ্বরী। চেন্নাইয়ের ভয়াবহ বন্যায় এক জ্ঞান হারানো যুবককে নিজের কাঁধে উঠিয়ে যেভাবে ওই মহিলা পুলিশকর্মী উদ্ধার করেছেন, তা দেখে গোটা দেশ চমকে উঠেছে (Chennai Flood | T Rajeshwari Viral Video)। শুক্রবার সেই পুলিশকর্মী টি রাজেশ্বরীর অসামান্য কীর্তির জন্য সম্মান জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্তালিন (Chief Minister MK Stalin)। টি রাজেশ্বরীকে সম্মান জানিয়ে এদিন তাঁর হাতে সংশাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী (Chennai Flood | T Rajeshwari Viral Video)। তাঁর সঙ্গে বসে দীর্ঘ সময় নানা বিষয়ে কথাও বলেন স্তালিন।
গত কয়েকদিন ধরেই বৃষ্টিতে বিপর্যস্ত গোটা চেন্নাই (Chennai Flood | T Rajeshwari Viral Video) শহর। জলমগ্ন চারদিক। তারমধ্যেই অচৈতন্য এক ব্যক্তিকে কাঁধে করে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন এক মহিলা পুলিশ অফিসার। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। যার পর ওই মহিলা অফিসারকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই। এদিন তাঁকেই সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী স্তালিন।
advertisement
advertisement
advertisement
advertisement
বৃহস্পতিবার ঘটনাটি ঘটে চেন্নাইয়ের কিলপাউক এলাকার একটি কবরস্থান এলাকায়। টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত গোটা চেন্নাই, চারিদিকে থইথই করছে শুধু জল আর জল। সারারাত বৃষ্টিতে ভেজার কারণে অজ্ঞান হয়ে পড়া ওই ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন মহিলা পুলিশ অফিসার রাজেশ্বরী। জানা গিয়েছে, টানা বৃষ্টির জেরে কিলপাউক এলাকার একটি কবরস্থানে বৃষ্টিতে ভিজে অচৈতন্য হয়ে গিয়েছিলেন বছর ২৮-র এক ব্যক্তি। অসুস্থ ব্যক্তিকে দেখে নিজেই ঝাঁপিয়ে পড়েন তাঁকে উদ্ধারের জন্য। নিজেই কাঁধে করে ওই ব্যক্তিকে অটোয় তুলে হাসপাতালের উদ্দেশ্যে পাঠান মহিলা পুলিশ অফিসার।
advertisement
আরও পড়ুন: শাহরুখ-পুত্র আরিয়ানের জন্মদিনে ৫০০ চারাগাছ উপহার জুহি চাওলার, দিলেন বিশেষ বার্তাও!
চেন্নাইয়ের টিপি চত্রম থানায় থানার একজন পুলিশ ইন্সপেক্টর রাজেশ্বরী। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ার পর বীরত্বের স্বীকৃতি জানাতে কার্পণ্য করছেন না নে‌টিজেনরা। দুর্যোগের সময় কর্তব্য, সহানুভূতি এবং একত্রিত হওয়ার এই কাহিনিই এখন ঘুরছে লোকের মুখে মুখে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Chennai Flood | T Rajeshwari Viral Video: কাঁধের উপর অসুস্থ মানুষকে নিয়ে দৌড়, বীরাঙ্গনা সেই মহিলা পুলিশ অফিসারকে মুখ্যমন্ত্রীর কুর্নিশ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement