Chenab Rail Bridge : উচ্চতায় টেক্কা আইফেল টাওয়ারকেও! ভূস্বর্গে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে চেনাব রেলসেতু

Last Updated:

Chenab Rail Bridge : একটা সেতু হলেও এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ আর উপত্যকার এই ব্রিজেই তৈরি হল দেশের সবচেয়ে উঁচু স্থানে আর্চ।

এই অংশ আগামিদিনে সেনার কাছে কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ হতে চলেছে
এই অংশ আগামিদিনে সেনার কাছে কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ হতে চলেছে
শ্রীনগর : চেনাব রেলসেতু যা আইফেল টাওয়ারের থেকেও উঁচু। আর এই রেলসেতু আগামিদিনে হতে চলেছে দেশের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। পাশাপাশি এই স্থান পর্যটকদের জন্যেও আগ্রহ তৈরি করে দেবে অ্যাডভেঞ্চার স্পোর্টসকে ঘিরে৷ অবাক হওয়ার কিছু নেই। ভূস্বর্গে সেই সুযোগ আসতে পারে পর্যটকদের  জন্য ৷ তৈরি হচ্ছে উধমপুর-শ্রীনগর-বারামুলা রেলওয়ে লিংক ৷ আর সেই প্রকল্পেই চেনাব নদীর উপর তৈরি হয়েছে এই বিশ্বের উচ্চতম এই রেলসেতু।
আসলে এটা একটা সেতু হলেও এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ আর উপত্যকার এই ব্রিজেই তৈরি হল দেশের সবচেয়ে উঁচু স্থানে আর্চ। নির্মাণকারী সংস্থা অ্যাফকনসের ভাইস প্রেসিডেন্ট মন্দার কারনিক জানিয়েছেন, এই সেতুতে ৮টি স্টিলের পিলার তৈরি হয়েছে। এর মধ্যে যে পিলার তৈরি হয়েছে তা কোথাও লম্বা,কোথাও ছোট। কিন্তু উচ্চতার ভারসাম্যেও এই সেতু দাঁড়িয়ে আছে।  নির্মাণকারী সংস্থার ইঞ্জিনিয়াররা জানাচ্ছেন এই সেতুর উচ্চতা আইফেল টাওয়ারের থেকেও বেশি ৷ ফলে আগামী দিনে এই সেতুর দিকে নজর রয়েছে পর্যটকদের ৷
advertisement
advertisement
পূর্বেই এই অংশে কাটরার বৈষ্ণোদেবী অবধি পর্যটকরা আসেন ৷ এর পরেই রয়েছে সালান ড্যাম। চেনাব নদীর উপরে এই বাঁধে যা আন্তর্জাতিক স্তরেও নজর থাকে ৷ আর তার পরই উপত্যকার বিস্তীর্ণ অংশে কাজ চলছে রেলসেতু তৈরির। এই অংশ আগামিদিনে সেনার কাছে কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর সেখানেই একদিকে কুতুবমিনারের চেয়ে বেশি উচ্চতার এই পিলার ঘিরে আগ্রহ তৈরি হয়েছে ৷
advertisement
আরও পড়ুন :  জম্মু-কাশ্মীরে ফের 'টার্গেট কিলিং', জঙ্গিদের গুলিতে নিহত বিহারের পরিযায়ী শ্রমিক
শনিবার চেনাবের এই রেলসেতুর কাজ শেষ হয়ে যাচ্ছে। সংস্থার ভাইস প্রেসিডেন্ট মন্দার কারণিক জানিয়েছেন, ‘‘এই অংশের কাজ করতে ৩০৩৫০ মেট্রিক টন স্টিল ব্যবহার হয়েছে। আসলে ভৌগোলিক ভাবে এই জায়গায় কাজ করা এতটাই কঠিন ছিল যে নানা সমস্যায় পড়তে হয়েছে।’’  বিশেষ করে এই জায়গায় বারবার ভূমিধসের ঘটনা ঘটেছে ৷ ফলে এই কাজ করতে পেরে খুশি অ্যাফকনস।রেলওয়ের কাছে অ্যাফকনস অনুরোধ জানিয়েছে দেশ-বিদেশের পর্যটকদের কাছে এই স্থানকে আরও বেশি করে পৌঁছে দিতে ৷ যাতে পর্যটকদের আর্কষণের দিকে নজর দেওয়া হয় ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Chenab Rail Bridge : উচ্চতায় টেক্কা আইফেল টাওয়ারকেও! ভূস্বর্গে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে চেনাব রেলসেতু
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement