রেল সেতু থেকে বাঙ্গি জাম্পিং! ভূ-স্বর্গের মুকুটে জুড়তে চলেছে জম্মুর নয়া অ্যাডভেঞ্চার স্পোর্টস

Last Updated:

Bungee Jumping may start at Jammu: সেতুর ৭'টি পিলার তৈরি হয়েছে। তার মধ্যে ৫ নম্বর যে পিলার তৈরি হয়েছে তা ১০৩ মিটার উঁচু। নির্মাণকারীরা জানাচ্ছেন, এই পিলারের উচ্চতা কুতুবমিনারের থেকেও বেশি৷

#শ্রীনগর: রেলের সেতুর পিলার থেকে বাঙ্গি জাম্পিং! অবাক হওয়ার কিছু নেই। আগামী দিনে ভারতের ভূ-স্বর্গে সেই সুযোগ আসতে পারে পর্যটকদের জন্য৷ ভূ-স্বর্গে তৈরি হচ্ছে উধমপুর-শ্রীনগর-বারামুলা রেলওয়ে লিঙ্ক৷ আর সেই প্রকল্পেই তৈরি হচ্ছে ব্রিজ-৩৯। আসলে একটা নম্বর হলেও, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিজ৷ আর উপত্যকার এই ব্রিজেই তৈরি হল দেশের সবচেয়ে উঁচু, লম্বা পিলার।
নির্মাণকারী সংস্থা অ্যাফকনসের ভাইস প্রেসিডেন্ট মন্দার কারনিক জানিয়েছেন, এই সেতুর ৭'টি পিলার তৈরি হয়েছে। তার মধ্যে ৫ নম্বর যে পিলার তৈরি হয়েছে তা ১০৩ মিটার উঁচু। নির্মাণকারীরা জানাচ্ছেন, এই পিলারের উচ্চতা কুতুবমিনারের থেকেও বেশি৷ ফলে আগামী দিনে এই পিলারের দিকে নজর রয়েছে পর্যটকদের৷
আরও পড়ুন: আবহাওয়া পরিবর্তন, সপ্তাহান্তে ভারী বৃষ্টি রাজ্যে, কোন কোন জেলায় কত বৃষ্টি হবে? রইল পূর্বাভাস
পূর্বেই এই অংশে কাটরার বৈষ্ণোদেবী পর্যন্ত পর্যটকরা আসেন৷ এরপরেই রয়েছে সালান ড্যাম। চেনাব নদীর ওপরে এই ড্যামে আন্তর্জাতিক স্তরেও নজর থাকে৷ আর তারপরেই উপত্যকার বিস্তীর্ণ অংশে কাজ চলছে রেলের সেতু তৈরির। এই অংশ আগামী দিনে সেনার কাছেও কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর সেখানেই কুতুবমিনারের চেয়ে বেশি উচ্চতার এই পিলারের আগ্রহ তৈরি হয়েছে৷
advertisement
advertisement
আরও পড়ুন: 'অনুব্রত লুকোচুরি খেলছিল, আগেই গ্রেফতার হওয়া উচিত ছিল', হাসতে হাসতে তীব্র শ্লেষ বিমানের
মন্দার কারণিক জানিয়েছেন, এই অংশের কাজ করতে ৭৮০০ টন স্টিল ব্যবহার হয়েছে। আসলে ভৌগোলিক ভাবে এই জায়গায় কাজ করা এতটাই কঠিন ছিল যে নানা সমস্যায় পড়তে হয়েছে। বিশেষ করে এই জায়গায় বারবার ভূমিধ্বসের ঘটনা ঘটেছে৷ ফলে এই কাজ করতে পেরে খুশি অ্যাফকনস। গোটা উপত্যকার একাধিক জায়গা জুড়েই চলছে রেললাইন তৈরির কাজ৷ চেনাবের দুই প্রান্তেই কাজ চলছে বেশ দ্রুত গতিতে। কিন্তু বারবার আবহাওয়ার বদল ও ভূমিধ্বস কাজের গতি অনেকটাই শ্লথ। অ্যাফকনসের দাবি, এই ধরণের প্রকল্পে ভুলের কোনও জায়গা নেই। তাই অত্যন্ত ভেবে চিন্তে কাজ এগোচ্ছে। প্রশিক্ষিত শ্রমিকদের দিয়েই কাজ করানো হচ্ছে৷ এমনকি যন্ত্রাংশ বারবার পরীক্ষা করা হচ্ছে।
advertisement
ABIR GHOSHAL
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রেল সেতু থেকে বাঙ্গি জাম্পিং! ভূ-স্বর্গের মুকুটে জুড়তে চলেছে জম্মুর নয়া অ্যাডভেঞ্চার স্পোর্টস
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement