Anubrata Mondal| Biman Bose|| 'অনুব্রত লুকোচুরি খেলছিল, আগেই গ্রেফতার হওয়া উচিত ছিল', হাসতে হাসতে তীব্র শ্লেষ বিমানের
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Biman Basu slams Anubrata Mondal, cow smuggling case arrest: বৃহস্পতিবার জলপাইগুড়িতে স্বাধীনতার ৭৫তম বর্ষ পূর্তি এবং বামপন্থী ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে শহীদ ক্ষুদিরামের ১১৪ তম আত্মবলিদান দিবস উপলক্ষে জলপাইগুড়ি আসেন প্রবীণ সিপিআইএম নেতা তথা বামফ্রন্টের প্রাক্তন চেয়ারম্যান বিমান বসু।
#জলপাইগুড়ি: 'অনুব্রত লুকোচুরি খেলছিল, অনেক আগেই গ্রেফতার হওয়া উচিত ছিল, এই টুকুই কইলাম', জলপাইগুড়িতে বসে এমনই মন্তব্য পলিটব্যুরো সদস্য ও ভারতের কমিউনিস্ট পার্টির (মার্ক্সবাদী) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রাক্তন রাজ্য সম্পাদক বলেন বিমান বসুর।
বৃহস্পতিবার জলপাইগুড়িতে স্বাধীনতার ৭৫তম বর্ষ পূর্তি এবং বামপন্থী ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে শহীদ ক্ষুদিরামের ১১৪ তম আত্মবলিদান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে জলপাইগুড়ি আসেন প্রবীণ সিপিআইএম নেতা তথা বামফ্রন্টের প্রাক্তন চেয়ারম্যান বিমান বসু।
আরও পড়ুন: 'অর্পিতার মতো আমার কোনও বান্ধবী নেই, তবে...' কী বলতে চাইলেন চিরঞ্জিত! তুঙ্গে জল্পনা
সিপিএমের জেলা কার্যালয়ে প্রবেশের মুখেই, উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনে অনুব্রত মণ্ডলের গ্রেফতারি প্রসঙ্গে বলেন, "অনেক আগেই এই গ্রেফতারি হওয়া উচিত ছিল, তৃণমূলের ব্লক স্তর থেকে কাউন্সিলর এবং এমএলএ সবাই পদে বসেই সম্পদ বাড়ানোর জন্য। অনুব্রতর দেহরক্ষীর কাছ থেকে উদ্ধার হয়েছে ২০০ কোটির সম্পত্তি, এটা কী ওর? নাকি অনুব্রতর ভাগ আছে? আজ টুকুই কইলাম এখন।"
advertisement
advertisement
আরও পড়ুন: 'কেষ্ট'র অস্ত্রই এখন মহাস্ত্র! রাজ্যজুড়ে প্রচার শুরু করল এসএফআই
প্রসঙ্গত, গরুপাচার মামলায় বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করা হয়েছে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। এরপর তাঁকে আসানসোলের সিবিআই আদালতে পেশ করা হলে বিচারক ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন। তারপর তাঁকে মধ্যরাতে কলকাতায় নিয়ে আসা হয়। সূত্রের খবর, মঙ্গলবার রাত থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কেষ্ট, হয়তো খানিক আঁচ করতে পারছিলেন কী হতে চলেছে! ঘনিষ্ঠরা বলছেন, গতরাতে বোলপুরে নিজের ঘরে বসে কাঁদতেও দেখা যায় দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে।
advertisement
শান্তনু কর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
August 12, 2022 8:09 AM IST