#নয়াদিল্লি: সীমান্তে উত্তেজনার মধ্যেই চিনকে ডিজিটাল প্রত্যাঘাত ভারতের। টিকটক, শেয়ার ইট, ইউসি ব্রাউজারের মতো ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করল মোদি সরকার। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হওয়ায় চিনা অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে। এই ৫৯টি অ্যাপের মধ্যে বেশ কয়েকটি অ্যাপ খুব জনপ্রিয় ৷
সোমবার চিনা অ্যাপে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি জারি করে তথ্যপ্রযুক্তি মন্ত্রক। তথ্যপ্রযুক্তি আইনের ৬৯-এ ধারা ব্যবহার করে অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব ও সুরক্ষার প্রশ্নে বিপজ্জনক এই চিনা অ্যাপগুলি। লাদাখ সীমান্ত উত্তেজনার মধ্যে সরকারের এই সিদ্ধান্ত চিনের কাছে কড়া বার্তা পৌঁছে দেবে বলে মনে করা হচ্ছে ৷
গালওয়ান সংঘর্ষের পর থেকেই দেশজুড়ে চিনা পণ্য বয়কটের ডাক জোরালো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় চিনা অ্যাপ আনইনস্টলের দাবিও তুলেছেন অনেকে। তাই কেন্দ্রের এই পদক্ষেপকে স্বাগতই জানাচ্ছেন অ্যাপ ইউজাররা।
সীমান্ত-সংঘর্ষের আনেক আগে থেকেই গোয়েন্দারের রেডারে ঘুরপাক খাচ্ছে চিনা অ্যাপগুলি। গোয়েন্দা সূত্রে খবর, ব্যবহারকারীর অজান্তেই মোবাইল বা কম্পিউটার থেকে তাঁর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয় চিনা অ্যাপগুলি। সেই তথ্য সরাসরি পৌঁছে যায় বিদেশি সার্ভারে। প্রযুক্তির ভাষায় যাকে ‘ডেটা মাইনিং’ বলে। তাই সার্বভৌমত্ব ও ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে উনষাট৫৯টি চিনা অ্যাপকে নিষিদ্ধ করল মোদি সরকার।
মনে করা হচ্ছে সার্ভিস প্রোভাইডারদের এই বিষয়ে নির্দেশ জারি করত চলেছে যাতে এই অ্যাপ ব্যবহার বন্ধ করা হয় ৷ ব্যবহারকারীদের ক্ষেত্রে কীভাবে অ্যাপ ব্যান হবে ?
সার্ভিস প্রোভাইডারদের নির্দেশ জারি করা হতে পারে ৷ এছাড়া এরপর থেকে ব্যবহারকারীরা এই অ্যাপে লগইন করতে গেলেই মেসেজ পপ আপ করতে পারে ৷ তাতে বলা হতে পারে সরকার এই অ্যাপ নিষিদ্ধ করেছে তাই আপনাকেও অনুরোধ করা হচ্ছে এই অ্যাপ না ব্যবহার করার জন্য ৷ তবে এটা সেই সমস্ত অ্যাপের ক্ষেত্রেই কার্যকর যে অ্যাপ ব্যবহার করার জন্য অ্যাক্টিভ ইন্টারনেটের দরকার পড়ে থাকে ৷ অবশ্য এবার থেকে অ্যাপ স্টোর থেকে এই অ্যাপ আপ ডাউনলোড করা যাবে না ৷ গুগল প্লে স্টোর ও অ্যাপেল স্টোরের কাছে সরকারের নির্দেশ পৌঁছতেই এই অ্যাপ সরিয়ে দেওয়া হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chinese Apps Banned, India China, India-China Tension, TikTok