Chattisgarh Assembly Election: ভোটমুখী ছত্তিশগড়ে রেলের কর্মযজ্ঞ, একাধিক রেলপ্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

Last Updated:

Chattisgarh Assembly Election 2023: পণ্য ও যাত্রী পরিবহণে ভীষণ কার্যকরী হবে এই নয়া রেল প্রকল্প, দাবি কেন্দ্রের৷ 

প্রধানমন্ত্রী (ফাইল ছবি)
প্রধানমন্ত্রী (ফাইল ছবি)
ছত্তিশগড়: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রায় ৬,৩৫০ কোটি টাকা দেশের একাধিক গুরুত্বপূর্ণ রেলওয়ে প্রকল্পের জন্যে বরাদ্দ করেছেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে ছত্তিশগড় ইস্ট রেল প্রোজেক্ট ফেজ-১, চম্পা ও জামগার মধ্যে ৩য় রেল লাইন, পেন্দ্রা রোড থেকে অনুপপুর পর্যন্ত ৩য় রেল লাইন এবং তালাইপাল্লি কোল মাইন থেকে এনটিপিসি লারা সুপার থার্মাল পাওয়ার স্টেশন (এসটিপিএস) পর্যন্ত সংযোগকারী এমজিআর (মেরি-গো-রাউন্ড) সিস্টেম।
সমাবেশে উপস্থিত মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন যে, ‘ছত্তিশগড়ের রেল নেটওয়ার্কের উন্নয়নে এক নতুন অধ্যায় লেখা হচ্ছে। এই রেল নেটওয়ার্কটি বিলাসপুর-মুম্বাই রেল লাইনের ঝারসুগুড়া বিলাসপুর সেকশনের যানজট হ্রাস করবে। একই ভাবে, যে সমস্ত রেলওয়ে লাইন চালু হয়েছে এবং যে রেল করিডোরটি নির্মাণ করা হয়েছে তা ছত্তিশগড়ের উদ্যোগিক উন্নয়নের ক্ষেত্রে এক নতুন মাত্রা প্রদান করবে। যখন এই রুটের কাজ সম্পূর্ণ হবে তখন এটি ছত্তিশগড়ের মানুষকে সুবিধা প্রদান করার পাশাপাশি এখানে নতুন কর্মসংস্থান ও উপার্জনের সুযোগ সৃষ্টি করবে বলে প্রধানমন্ত্রীর আশা।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: বৃষ্টির দিনে এই সবজিগুলি খাওয়া এড়িয়ে চলুন, অজান্তে বড় ক্ষতি হতে পারে!
ছত্তিশগড় ইস্ট রেল প্রোজেক্ট ফেজ-১ প্রকল্পটি প্রধানমন্ত্রী গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যানের অধীনে তৈরি করা হচ্ছে, যা বহুমাত্রিক রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবে। এর মধ্যে রয়েছে গারে-পেলমা পর্যন্ত একটি স্পার লাইন সহ খারসিয়া থেকে ধর্মজয়গড় পর্যন্ত ১২৪.৮ কিলোমিটার রেল লাইন এবং ছল, বারওউদ, দুর্গাপুর ও অন্যান্য কয়লা খনি সংযোগী ৩ টি ফিডার লাইন। ৩,০৫৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রেলপথটি যাত্রীদের জন্য সমস্ত আধুনিক সুযোগ-সুবিধা সহ বৈদ্যুতিক ব্রড গজ লেভেল ক্রসিং ও ফ্রি পার্ট ডাবল লাইন দিয়ে সজ্জিত। সেই সঙ্গে এটি ছত্তিশগড়ের রায়গড়ে অবস্থিত মান্ড–রায়গড় কোলফিল্ড থেকে কয়লা পরিবহণের জন্য রেল সংযোগও প্রদান করবে।
advertisement
. .
আরও পড়ুন: পুত্রসন্তানের আশায় নিজের দুই মেয়েকে তান্ত্রিকের নির্দেশে ধর্ষণ বাবার! যাবজ্জীবনের সাজা বিহারের বিনোদকে
পেন্দ্রা রোড থেকে অনুপপুর পর্যন্ত তৃতীয় রেল লাইনটি ৫০ কিলোমিটার লম্বা এবং নির্মাণে ব্যয় হয়েছে ৫১৬ কোটি টাকা। প্রায় ৭৯৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত চম্পা ও জামগা রেল সেকশনের মধ্যে তৃতীয় লাইনটি ৯৮ কিলোমিটার লম্বা। নতুন এই রেলপথগুলি সংশ্লিষ্ট এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে এবং পর্যটন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে।৬৫ কিলোমিটার লম্বা বৈদ্যুতিক এমজিআর (মেরি-গো-রাউন্ড) সিস্টেমটি কম খরচে এনটিপিসি-র তালাইপাল্লি কয়লা খনি থেকে উন্নত মানের কয়লা ছত্তিশগড়ের এনটিপিসি-র ১৬০০ মেগাওয়াটের লারা সুপার থার্মাল পাওয়ার স্টেশনে নিয়ে যাওয়া হবে।
advertisement
এর ফলে, এনটিপিসি লারা কেন্দ্রে কম খরচে নির্ভরযোগ্য বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা দেশের বিদ্যুৎ নিরাপত্তাকে শক্তিশালী করবে। এমজিআর সিস্টেমটি ২০৭০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে, যা কয়লা খনি থেকে বিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা পরিবহণ ব্যবস্থার উন্নয়নের জন্য একটি প্রযুক্তিগত চমৎকার।এই রেল প্রকল্পগুলি সংশ্লিষ্ট অঞ্চলে যাত্রী চলাচলের পাশাপাশি পণ্য পরিবহণের সুব্যবস্থার মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে গতি নিয়ে আসবে।
advertisement
আবীর ঘোষাল
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Chattisgarh Assembly Election: ভোটমুখী ছত্তিশগড়ে রেলের কর্মযজ্ঞ, একাধিক রেলপ্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement