Shiv Shakti Point : চন্দ্রযান-৩-এর অবতরণ স্থলের নামকরণ প্রধানমন্ত্রীর, করলেন জাতীয় মহাকাশ দিবসের ঘোষণাও
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Shiv Shakti Chandrayaan 3 Moon Landing Spot : ২৩ অগাস্ট দিনটিকে ‘জাতীয় মহাকাশ দিবস’ হিসাবেও ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।
নয়াদিল্লি: দেশের মাটিতে পা রেখেই প্রধানমন্ত্রীর প্রথম গন্তব্য ইসরো।মিশন কমপ্লেক্সে বিজ্ঞানীদের সঙ্গে দেখা করে চাঁদের দু’টি জায়গার নামকরণ করলেন মোদি। চন্দ্রযান-৩-এর অবতরণস্থলের নাম এখন থেকে ‘শিবশক্তি’। ২০১৯ সালে চন্দ্রযান-২ চাঁদের যে জায়গায় ভেঙে পড়েছিল, সে জায়গারও নামকরণ করলেন তিনি। নাম দিলেন ‘তেরঙা’। ২৩ অগাস্ট দিনটিকে ‘জাতীয় মহাকাশ দিবস’ হিসাবেও ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।
চন্দ্রযান ৩-এর ল্যান্ডিংয়ের সময়ে দক্ষিণ আফ্রিকা সফরে ছিলেন প্রধানমন্ত্রী। সেখানে চলছিল ব্রিকস সম্মেলন৷ সেই জোহানেসবার্গ থেকেই ভার্চুয়ালি এই ল্যান্ডং প্রক্রিয়া দেখতে ইসরোর সঙ্গে যুক্ত হন মোদি৷ তবে দেশে ফিরেই পৌঁছলেন ইসরোতে। দেশের গর্বের আনন্দ-আবেগ-উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না আর।
আরও পড়ুন: নিম্নচাপের সাঁড়াশিচাপ… দিনভর তুমুল ঝড়বৃষ্টি, হাওয়া অফিসের কমলা সতর্কতা… রবিবার বদলাবে আবহাওয়া?
advertisement
advertisement
চন্দ্রযান ২-এর সফট ল্যান্ডিংয়ের সময় বেঙ্গালুরুতে ইসরো প্রধান দফতরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ২০১৯ সালে ৭ সেপ্টেম্বর এই চন্দ্রযান চাঁদের মাটি ছুঁয়ে ব্যর্থ হয়৷ সেই অভিযানের ব্যর্থতার পরে তিনি বলেছিলেন, দেশের মানুষের হতাশার কোনও কারণ নেই যে কেন চন্দ্রযান চাঁদের মাটি ছুঁতে পারল না৷ তিনি বলেছিলেন, ‘আমরা আমাদের ভুল থেকে শিক্ষা নেব, এগিয়ে যাব যতদিন সাফল্য ধরা দেয়৷’
advertisement
সাফল্য় এল অবশেষে। চাঁদের দক্ষিণ মেরু এখনও অনাবিষ্কৃত। পৃথিবীর আর কোনও দেশ সেখানে পৌঁছতে পারেনি। সেখানেই পৌঁছে গিয়েছে ভারত। চূড়ান্ত পর্যায়ের এই অবতরণ প্রক্রিয়ায় ১৯ মিনিট সময় লেগেছে। শনিবার ইসরোয় পৌঁছে শনিবার প্রধানমন্ত্রী বলেন, আপনারা দেশকে যে উচ্চতায় নিয়ে গেলেন, সেটা কোনও সাধারণ সাফল্য নয়। আমরা যেখানে পৌঁছেছি, সেখানে আর কেউ পৌঁছতে পারেনি। আমরা যা করে দেখিয়েছি, তা আগে কেউ কখনও করে দেখাতে পারেনি। ‘
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 26, 2023 9:34 AM IST