Weather Forecast: নিম্নচাপের সাঁড়াশিচাপ... দিনভর তুমুল ঝড়বৃষ্টি, হাওয়া অফিসের কমলা সতর্কতা... রবিবার বদলাবে আবহাওয়া?
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Weather Forecast: কলকাতায় মূলত মেঘলা আকাশ। আজ দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা।
কলকাতা: আজও বাংলাজুড়ে চলবে বৃষ্টি। ভারী বৃষ্টির কমলা সতর্কতা উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেও রয়েছে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তবে রবিবার বদলাতে পারে পরিস্থিতি।
অসম-মেঘালয়ে প্রবল বৃষ্টির আশঙ্কা। প্রবল বৃষ্টি হবে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। এর জেরে উত্তরবঙ্গে নদীর জলস্তর বাড়বে। নীচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা এড়ানো যাচ্ছে না। শস্য়ের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। পার্বত্য এলাকায় ধস নামতে পারে। ভারী বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমবে।
শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের পরিস্থিতি ছিল বেশ আশঙ্কাজনক…
মাটিগাড় তে ২৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
advertisement
advertisement
বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন এলাকায় এবং শিলিগুড়িতে ২১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
ঝালং ও চম্পাসারিতে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় দেড়শ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
গাজোলডোবা ও জলপাইগুড়িতে ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
লাভাতে ১৩০ মিলিমিটার এবং কালিম্পং ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গের ছবিটা…
মৌসুমী অক্ষরেখা গোরক্ষপুর, পটনার পর দক্ষিণবঙ্গের বাঁকুড়া এবং দীঘার উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঘূর্নাবর্ত উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে।
advertisement
উত্তরবঙ্গে চলছে অতি ভারী বৃষ্টির স্পেল। আজও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টি ৭০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত হওয়ার আশঙ্কা। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের বাকি জেলায়। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা গুলিতে। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা।
advertisement
বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলায়। মূলত মেঘলা আকাশ এবং বাতাসে জলীয়বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বাড়বে তাপমাত্রা। সোমবার থেকে কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা কমে যাবে, অস্বস্তি বাড়বে। আজ কলকাতায় মূলত মেঘলা আকাশ। দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা কিছুটা কমবে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 26, 2023 6:27 AM IST