বিনা কারণে চেন টানা! অপব্যবহারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করছে পূর্ব রেলওয়ে, না জানলেই পড়বেন বিপদে!
- Published by:Tias Banerjee
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
আরপিএফ ১৮ জন অপরাধীকে গ্রেফতার করল। কেন জানেন?
প্ল্যাটফর্ম থেকে সময় মেনে দূরপাল্লার ট্রেন ছেড়ে যাচ্ছে। দিল অ্যালার্ম চেন টেনে৷ কেন এমন হল, খতিয়ে দেখা হল, প্রিয়জনকে ছাড়তে এসে, ট্রেন ছাড়ার সময়ে নামতে ভুলে গেছে তাই এই কীর্তি। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব অনেকটাই। মাঝামাঝি কোথাও যাত্রীর বাড়ি৷ চেন টেনে ট্রেন দাঁড় করিয়ে যাত্রী নেমে গেলেন। দীর্ঘ সময় দাঁড়িয়ে গেল ট্রেন।
আবার মাঝে মধ্যেই লোকাল ট্রেনেও এমন ঘটনা ঘটেছে।
ট্রেন পরিষেবার সময়ানুবর্তিতা নিশ্চিত করতে এবং যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধির জন্য অব্যাহত প্রচেষ্টায়, পূর্ব রেলওয়ে “অপারেশন সময় পালন” বিশেষ অভিযানের আওতায় অননুমোদিত অ্যালার্ম চেইন পুলিং (এসিপি) এর বিরুদ্ধে তার পদক্ষেপ তীব্র করেছে। বৈধ কারণ ছাড়াই এসিপি কেবল ট্রেনের সময়সূচী ব্যাহত করে না বরং প্রতিদিন হাজার হাজার যাত্রীর অসুবিধা এবং নিরাপত্তা ঝুঁকির কারণ হয়। ট্রেন বিলম্বিত হলে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী এবং জরুরি প্রয়োজনে থাকা অন্যান্য অনেক যাত্রী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন। অ্যালার্ম চেইনের অপব্যবহার একটি শাস্তিযোগ্য অপরাধ যা বৃহত্তর ভ্রমণকারী জনসাধারণের উপর প্রভাব ফেলে এবং সময়ানুবর্তিতা ট্রেন চলাচল ব্যাহত করে।
advertisement
advertisement
হাওড়া, শিয়ালদহ, আসানসোল এবং মালদা বিভাগ জুড়ে পূর্ব রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) কর্মকর্তারা সমন্বিত তল্লাশি এবং নজরদারি অভিযান পরিচালনা করে। ফলস্বরূপ, রেলওয়ে আইনের প্রাসঙ্গিক বিধান অনুসারে অননুমোদিত এসিপি-র সাথে জড়িত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
advertisement
বিভাগভিত্তিক গ্রেপ্তারের মধ্যে আসানসোল বিভাগে ০৭ জন, মালদা বিভাগে ০৫ জন, হাওড়া বিভাগে ০৪ জন এবং শিয়ালদহ বিভাগে ০২ জন রয়েছেন।
পূর্ব রেলওয়ের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন সকল যাত্রীদের কাছে অননুমোদিত এসিপি-র ব্যবহার থেকে বিরত থাকার জন্য আবেদন করছে, যা প্রকৃত জরুরি অবস্থার সময় কঠোরভাবে ব্যবহার করা উচিত। অ্যালার্ম চেইনের অননুমোদিত ব্যবহার হাজার হাজার যাত্রীর জন্য বিলম্ব এবং অসুবিধার কারণ হয় এবং ট্রেন চলাচলের সুষ্ঠু পরিচালনাকে প্রভাবিত করে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 22, 2025 10:16 AM IST

