COVID19| খারাপ আর্থিক অবস্থার সুযোগে দেদার বিনিয়োগ করে আধিপত্য বাড়াচ্ছে চিন, FDI নীতি সংশোধন করল কেন্দ্র
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
এর আগে এই নিয়মটি ছিল শুধুমাত্র বাংলাদেশ ও পাকিস্তানের জন্য৷ এবার সব দেশের জন্যই এক নিয়ম চালু করল কেন্দ্র৷ বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রের এই সিদ্ধান্তের মূলে রয়েছে চিন৷
#নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে লকডাউন৷ যার নির্যাস, প্রবল অর্থনৈতিক মন্দা৷ ধুঁকছে দেশের অর্থনীতি৷ দেশের এই অবস্থায় সুযোগ নিতে দেওয়া যাবে না কোনও বিদেশি সংস্থাকে৷ তাই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নীতি সংশোধন করল কেন্দ্র৷ এ ক্ষেত্রে মূলত কেন্দ্রের মাথায় রয়েছে চিন৷ ভারতের করুণ আর্থিক অবস্থার সুযোগ নিয়ে চিনা সংস্থার দেদার আধিপত্য রুখতেই ব্যবস্থা নিল কেন্দ্র৷
Govt of India reviews Foreign Direct Investment policy for curbing opportunistic takeovers/acquisitions of Indian companies due to #COVID19. A non-resident entity can invest in India, subject to FDI Policy except in those sectors/activities which are prohibited:Govt of India(1/3)
— ANI (@ANI) April 18, 2020
advertisement
advertisement
নয়া নীতি অনুযায়ী, 'ভারতের সঙ্গে সীমান্ত ভাগ করছে বা ভারতে বিনিয়োগ করতে পারে বা কোনও বিদেশি নাগরিক যদি ভারতে লগ্নি করতে চান, তা হলে সংশ্লিষ্ট দেশের সংস্থা বা ব্যক্তিকে কেন্দ্রীয় সরকারের মাধ্যমেই বিনিয়োগ করতে হবে৷ না হলে বিনিয়োগ করতে পারবে না৷' অর্থাত্ সরাসরি বিনিয়োগ করতে পারবে না৷ সরকার সব খতিয়ে অনুমোদন দিলে তবেই বিনিয়োগ করা যাবে৷
advertisement
এর আগে এই নিয়মটি ছিল শুধুমাত্র বাংলাদেশ ও পাকিস্তানের জন্য৷ এবার সব দেশের জন্যই এক নিয়ম চালু করল কেন্দ্র৷ বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রের এই সিদ্ধান্তের মূলে রয়েছে চিন৷ কারণ, চিনের পিপলস ব্যাঙ্ক জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে HDFC ব্যাঙ্কের ১.৭৫ কোটি শেয়ার কিনে ফেলেছে ৩ হাজার কোটি টাকা দিয়ে৷ মার্চের মধ্যে ভারতে ২ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে চিনের বিভিন্ন সংস্থা৷ ২০১৪ সালে যা ছিল ২ হাজার ৪০০ কোটি টাকা৷
advertisement
কয়েক দিন আগেই অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল পিসি কাটোচ চিনের লগ্নি ক্রমেই বৃদ্ধি নিয়ে কেন্দ্রের চিন্তা করা উচিত বলে জানিয়েছিলেন৷ ভারতের অন্তত ৩০টি স্টার্ট-আপে চিনের বিনিয়োগের পরিমাণ প্রায় ৪ হাজার কোটি মার্কিন ডলার৷ চিনের ধনকুবের ও আলিবাবা গ্রুপের মালিক জ্যাক মা ২০১৫ সালে Paytm-এ ৪০ শতাংশ বিনিয়োগ করে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 18, 2020 4:56 PM IST