বড় খবর, সরকারি কর্মীরা এবার ফ্রি-তে চড়তে পারবেন এই ট্রেনগুলিতে!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Tejas Express: সরকারি কর্মীদের জন্য বড়সড় সুখবর।
#নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় খবর।
আপনি যদি কেন্দ্রীয় কর্মচারী হয়ে থাকেন তা হলে আপনার জন্যও এই সুখবর রয়েছে। এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা তেজস এক্সপ্রেসে বিনামূল্যে বা কম খরচে ভ্রমণ করতে পারবেন।
সরকারি কর্মীরা এই দারুন সুবিধা পাবেন অফিসিয়াল ট্যুরের সময়। আসলে অর্থ মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারি চাকরি করেন, এমন কর্মীরা এবার থেকে বিনামূল্যে বা কম খরচে তেজস ট্রেনে ভ্রমণ করতে পারবেন।
advertisement
advertisement
আরও পড়ুন- ‘বাসকাকু বদলে দিয়েছে পোশাক’, নার্সারির শিশুকে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত স্কুলগাড়ির চালকের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হল
মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে, কর্তৃপক্ষ সরকারী সফরের জন্য তেজস এক্সপ্রেস ট্রেনগুলিতে ভ্রমণে ছাড় দেওয়ার কথা বিবেচনা করেছিল। এরপর সরকার অনুমতি দেয়।
অফিস মেমোরেন্ডাম অনুযায়ী, এই ছাড় প্রদত্ত ট্রেন ছাড়াও টুর, ট্রেনিং, বদলি এবং অবসর ভ্রমণের জন্য প্রযোজ্য হবে। তেজস এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের যোগ্যতা শতাব্দী ট্রেনের মতোই হবে।
advertisement
সরকারি কর্মচারীরা ট্রেন ভ্রমণের জন্য কেমন সুবিধা পেতে পারেন, সেটি তাঁদের বেতনের উপর নির্ভর কররবে। যোগ্য সরকারি আধিকারিকদের প্রিমিয়াম ট্রেন, প্রিমিয়াম তৎকাল ট্রেন, রাজধানী, শতাব্দী, দুরন্ত ট্রেনে ভ্রমণ করার অনুমতি দেওয়া হয়।
কম ভাড়ায় বা বিনামূল্যে ভ্রমণ করতে পারেন সরকারি কর্মীরা। একজন কর্মকর্তার মতে, মন্ত্রক একটি নোটিশ জারি করেছে এবং তেজস ট্রেনকে প্রিমিয়াম ট্রেনের তালিকায় রেখেছে। এর ফলে কেন্দ্রীয় সরকারী কর্মীরা অফিসিয়াল ট্যুরের জন্য এই ট্রেনগুলিতে ভ্রমণ করতে পারেন।
advertisement
আরও পড়ুন- BJP Nabanna Abhijan: নবান্ন অভিযানে দারুণ খুশি দিল্লি, বড় সার্টিফিকেট পেলেন শুভেন্দু- দিলীপরা
জানিয়ে রাখা ভাল, তেজসের কোচগুলি আপগ্রেড করা হয়েছে। সেগুলি কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে তৈরি করা হয়। এটি ২০টি কোচের দেশের প্রথম ট্রেন। সমস্ত কোচে স্বয়ংক্রিয় দরজা রয়েছে। এর পাশাপাশি প্রতিটি বগিতে চা-কফির ভেন্ডিং মেশিন রয়েছে।
advertisement
প্রতিটি সিটে এলসিডি স্ক্রিন ও ওয়াই-ফাই সুবিধা রয়েছে। এটি ভারতীয় রেলওয়ের ট্রেন নয়, কর্পোরেট ট্রেন অর্থাৎ IRCTC দ্বারা পরিচালিত প্রথম ট্রেন হওয়ার গৌরব অর্জন করেছে।
তেজস রাজধানী এক্সপ্রেস ভারতীয় রেল দ্বারা চালিত একটি আধা হাই স্পিড ট্রেন। তেজস এক্সপ্রেস হল ভারতীয় রেলওয়ের একটি মাঝারি দ্রুতগতির ট্রেন। এতে সমস্ত অত্যাধুনিক সুবিধা রয়েছে। এর সর্বোচ্চ গতি ১৬০ kmph।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 14, 2022 4:25 PM IST