‘বাসকাকু বদলে দিয়েছে পোশাক’, নার্সারির শিশুকে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত স্কুলগাড়ির চালকের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হল

Last Updated:

Bhopal Child Rape : শহরের শাহপুরা এলাকায় পুলিশের উপস্থিতিতেই হাতুড়ির আঘাতে চূর্ণ হয় তার আস্তানা ৷ খাতায়কলমে তার বাড়ি ভেঙে ফেলার কারণ হিসেবে দেখানো হয়েছে ‘বেআইনি নির্মাণ’-কে ৷

ভোপাল : স্কুলগাড়িতে নার্সারির পড়ুয়াকে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত চালকের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হল ভোপালে ৷ শহরের শাহপুরা এলাকায় পুলিশের উপস্থিতিতেই হাতুড়ির আঘাতে চূর্ণ হয় তার আস্তানা ৷ খাতায়কলমে তার বাড়ি ভেঙে ফেলার কারণ হিসেবে দেখানো হয়েছে ‘বেআইনি নির্মাণ’-কে ৷ সরু গলিতে তার খুপড়ির মতো ঘর ধুলোয় মিশে যায় হাতুড়ির আঘাতে ৷ চালকের পাশাপাশি ঘটনায় অভিযুক্ত স্কুলগাড়িতে থাকা মহিলা সহকারীও ৷ অভিযোগ, ওই মহিলার সামনেই নির্যাতন করা হয় সাড়ে তিন বছরের ওই শিশুকে ৷ দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ ৷ তাদের বিরুদ্ধে পকসো-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনা গত বৃহস্পতিবারের ৷ শহরের এক নামী স্কুলের ছাত্রী ওই শিশু ৷ ঘটনার দিন স্কুল থেকে বাড়ি ফেরার পর তার মা খেয়াল করেন মেয়ের পরনে স্কুলের পোশাক নেই ৷ পরিবর্তে তার পরনে ছিল স্কুলব্যাগে থাকা বাড়তি পোশাক ৷ এ বিষয়ে ক্লাসের শিক্ষিকা এবং প্রিন্সিপালকে জিজ্ঞাসা করা হলে তাঁরা কোনও সদুত্তর দিতে পারেননি ৷ তাঁরা জানান স্কুলে ওই শিশুর পোশাক পরিবর্তন করা হয়নি ৷ এর পর শিশুকে জিজ্ঞাসা করা হলে সে জানায় ‘বাসকাকু’ তার পোশাক পরিবর্তন করে দিয়েছে ৷ এর পরই মায়ের সন্দেহ তীব্র হওয়ায় তিনি মেয়ের সঙ্গে অনেক ক্ষণ এ বিষয়ে কথা বলেন ৷ শিশুসন্তান তাকে জানায় বাসচালক তাকে বাজে ভাবে স্পর্শ করেছে ৷ মুখ, ঠোঁট, গোপনাঙ্গে অস্বস্তিকর স্পর্শের কথা মায়ের কাছে খুলে বলে ওই শিশু ৷
advertisement
আরও পড়ুন :  ভোপালে মহিলা অ্যাটেন্ড্যান্টের সামনেই স্কুলবাসে নার্সারির ছাত্রীকে ধর্ষণ চালকের
পর দিনই স্কুলে গিয়ে অভিযোগ জানান নিগৃহীত শিশুর বাবা মা ৷ অভিযুক্ত চালককে শনাক্তও করেছে নার্সারির পড়ুয়া ৷ মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন ‘‘দুই অভিযুক্তকে গ্রেফতার করা হলেও আমার ধারণা স্কুল কর্তৃপক্ষ এই ভয়ঙ্কর ঘটনা ধামাচাপা দিতে চেয়েছে ৷ স্কুল কর্তৃপক্ষকে জেরা করবে পুলিশ ৷ যদি দেখা যায় তারা এই জঘন্য অপরাধ লুকোতে চেয়েছে তাহলে তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে৷’’ ঘটনাচক্রে স্কুলে সিসিটিভি থাকলেও সেদিনের ফুটেজ পাওয়া যায়নি ৷
advertisement
advertisement
আরও পড়ুন :  সরকার সতর্ক হলে এড়ানো যেত করোনা দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুমিছিল, রিপোর্ট সংসদীয় স্ট্যান্ডিং কমিটির
জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের তরফে এই ঘটনার সবিস্তার রিপোর্ট তিন দিনের মধ্যে চাওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলাশাসকের কাছে ৷ ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি তৈরি করেছে মধ্যপ্রদেশের স্কুলশিক্ষা দফতর ৷
বাংলা খবর/ খবর/দেশ/
‘বাসকাকু বদলে দিয়েছে পোশাক’, নার্সারির শিশুকে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত স্কুলগাড়ির চালকের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হল
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement