সরকার সতর্ক হলে এড়ানো যেত করোনা দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুমিছিল, রিপোর্ট সংসদীয় স্ট্যান্ডিং কমিটির

Last Updated:

Standing Committee on Covid 19 second wave : কমিটির বক্তব্য, ভবিষ্যতে যে আরও ভ্যারিয়েন্ট আসতে পারে তা নিশ্চিত করে যথাযথ পদক্ষেপ করতে পারেনি কেন্দ্রীয় সরকার।

কমিটির বক্তব্য, ভবিষ্যতে যে আরও ভ্যারিয়েন্ট আসতে পারে তা নিশ্চিত করে যথাযথ পদক্ষেপ করতে পারেনি কেন্দ্রীয় সরকার
কমিটির বক্তব্য, ভবিষ্যতে যে আরও ভ্যারিয়েন্ট আসতে পারে তা নিশ্চিত করে যথাযথ পদক্ষেপ করতে পারেনি কেন্দ্রীয় সরকার
নয়াদিল্লি : করোনা দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুমিছিল আটকানো সম্ভব হত, কেন্দ্রীয় সরকার সতর্ক থাকলে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্টে এমনই উল্লেখ করা হয়েছে। কমিটির বক্তব্য, ভবিষ্যতে যে আরও ভ্যারিয়েন্ট আসতে পারে তা নিশ্চিত করে যথাযথ পদক্ষেপ করতে পারেনি কেন্দ্রীয় সরকার।
সমাজবাদী পার্টি নেতা রামগোপাল যাদবের নেতৃত্বাধীন কমিটি জানিয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় বহু রোগীর আত্মীয় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেছেন অক্সিজেনের জন্য। সেই সময় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা তাঁদের নিজেদের পরিচিত মহলে অক্সিজেন সিলিন্ডারের জন্য আবেদন জানিয়েছেন। রিপোর্টে কমিটির উল্লেখ, রাজ্যগুলির সঙ্গে সমন্বয় গড়ে অক্সিজেনের অভাবে মৃত্যুর সংখ্যা অডিট করতে হবে এবং করোনায় মৃত্যুর একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করতে হবে। এটিই হবে সতর্কতামূলক নীতি গ্রহণে দায়িত্বশীল সরকারের ভূমিকা এবং স্বাস্থ্যক্ষেত্রে জরুরি পরিস্থিতির মোকাবিলার পদ্ধতি।"
advertisement
আরও পড়ুন : ভোপালে মহিলা অ্যাটেন্ড্যান্টের সামনেই স্কুলবাসে নার্সারির ছাত্রীকে ধর্ষণ চালকের
সেখানে আরও বলা হয়েছে, "সরকার বার বার বিষয়টিকে অবহেলা করায় কমিটি অসন্তুষ্ট এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের প্রতি কমিটির সুপারিশ,করোনাকালে বিশেষ করে দ্বিতীয় ঢেউয়ের সময় অক্সিজেনের অভাবে মৃত্যুর সংখ্যা খতিয়ে দেখতে হবে।" করোনা ম্যানেজমেন্ট সম্পর্কিত ১৩৭তম রিপোর্টে উল্লেখ করেছে, "কমিটি মনে করছে, যদি সরকার আগে থেকেই ভাইরাসের পরবর্তী ভ্যারিয়েন্টগুলিকে চিহ্নিত করতে সক্ষম হত এবং সেইমতো কনটেনমেন্ট জোন নীতি ঘোষণা করত, তাহলে তার প্রভাব অনেক কম হত এবং অনেক জীবন রক্ষা পেত।"
advertisement
advertisement
আরও পড়ুন :  গুজরাত, বিহারের মতো এবার কি গোটা দেশে মদ নিষিদ্ধ হবে! বড় সিদ্ধান্ত জানাল সুপ্রিম কোর্ট
দেশের বিশাল জনসখ্যা এবং বৈচিত্র্য করোনা ম্যানেজমেন্ট পদ্ধতিকে আরও জটিল করে তুলেছে বলে রিপোর্ট জানিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি।সমস্ত রাজ্যের সঙ্গে আলোচনা করে করোনায় মৃত্যুর সংখ্যা যাচাই করে একটি অডিট রিপোর্ট তৈরি করার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। রিপোর্টে বলা হয়েছে, রাজ্যগুলির সঙ্গে সমন্বয় গড়ে অক্সিজেনের অভাবে মৃত্যুর সংখ্যা অডিট করতে হবে এবং করোনায় মৃত্যুর একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করতে হবে। এটিই হবে সতর্কতামূলক নীতি গ্রহণে দায়িত্বশীল সরকারের ভূমিকা এবং স্বাস্থ্যক্ষেত্রে জরুরি পরিস্থিতির মোকাবিলার পদ্ধতি।"
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সরকার সতর্ক হলে এড়ানো যেত করোনা দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুমিছিল, রিপোর্ট সংসদীয় স্ট্যান্ডিং কমিটির
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement