গুজরাত, বিহারের মতো এবার কি গোটা দেশে মদ নিষিদ্ধ হবে! বড় সিদ্ধান্ত জানাল সুপ্রিম কোর্ট

Last Updated:
Liquor Ban In India: সারা দেশি কি সত্যই মদ নিষিদ্ধ হতে পারে! জেনে নিন সুপ্রিম কোর্ট কী জানাল!
1/6
গোটা দেশে মদ নিষিদ্ধ হোক। এমনই দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছিল।  প্রধান বিচারপতি ইউইউ ললিত, বিচারপতি হিমা কোহলি এবং এস রবীন্দ্র ভাটের বেঞ্চ এই মামলা খারিজ করে দিল।
গোটা দেশে মদ নিষিদ্ধ হোক। এমনই দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছিল। প্রধান বিচারপতি ইউইউ ললিত, বিচারপতি হিমা কোহলি এবং এস রবীন্দ্র ভাটের বেঞ্চ এই মামলা খারিজ করে দিল।
advertisement
2/6
গুজরাত, বিহারে মদ নিষিদ্ধ। সারা দেশে যাতে মদ নিষিদ্ধ করা হয়, সেই দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। সেই মামলা খারিজ করে সুপ্রিম কোর্ট জানাল, প্রতিটি রাজ্যের এই ব্যাপারে নিজস্ব নীতি ও আইন রয়েছে। এটি একটি ফেডারেল ইস্যু। এক্ষেত্রে একটি আইন আরোপ করা সম্ভব নয়।
গুজরাত, বিহারে মদ নিষিদ্ধ। সারা দেশে যাতে মদ নিষিদ্ধ করা হয়, সেই দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। সেই মামলা খারিজ করে সুপ্রিম কোর্ট জানাল, প্রতিটি রাজ্যের এই ব্যাপারে নিজস্ব নীতি ও আইন রয়েছে। এটি একটি ফেডারেল ইস্যু। এক্ষেত্রে একটি আইন আরোপ করা সম্ভব নয়।
advertisement
3/6
মদ বিক্রির উপর যে কোনও রাজ্যের রাজস্ব আদায়ের একটা বড় দিক নির্ভর করে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, গোটা দেশে এক আইন লাগু করলে রাজ্যগুলির রাজস্ব আদায় ধাক্কা খাবে। সুপ্রিম কোর্ট সাফ জানায়, এমন আইন আরোপ করার এক্তিয়ার শীর্ষ আদালতের নেই।
মদ বিক্রির উপর যে কোনও রাজ্যের রাজস্ব আদায়ের একটা বড় দিক নির্ভর করে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, গোটা দেশে এক আইন লাগু করলে রাজ্যগুলির রাজস্ব আদায় ধাক্কা খাবে। সুপ্রিম কোর্ট সাফ জানায়, এমন আইন আরোপ করার এক্তিয়ার শীর্ষ আদালতের নেই।
advertisement
4/6
সারা দেশে মদ নিষিদ্ধ করা হোক। এমনই দাবি জানিয়ে বিশাখাপত্তনমের দুজন বাসিন্দা সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। তবে তাঁদের মামলা ধোপে টিকল না।
সারা দেশে মদ নিষিদ্ধ করা হোক। এমনই দাবি জানিয়ে বিশাখাপত্তনমের দুজন বাসিন্দা সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। তবে তাঁদের মামলা ধোপে টিকল না।
advertisement
5/6
মামলাকা করা দুই ব্যক্তির আইনজীবী প্রণব সচদেবা দাবি করেন, মদের প্রভাব সমাজে গুরুতর। বিশেষ করে সমাজের নিম্ন স্তরের মানুষ এতে বেশি প্রভাবিত হন। তাই অবিলম্বে সারা দেশে মদ নিষিদ্ধ করা উচিত।
মামলাকা করা দুই ব্যক্তির আইনজীবী প্রণব সচদেবা দাবি করেন, মদের প্রভাব সমাজে গুরুতর। বিশেষ করে সমাজের নিম্ন স্তরের মানুষ এতে বেশি প্রভাবিত হন। তাই অবিলম্বে সারা দেশে মদ নিষিদ্ধ করা উচিত।
advertisement
6/6
সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেন, এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে কোনওরকম আইন প্রণয়নের নির্দেশ শীর্ষ আদালত দিতে পারে না।
সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেন, এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে কোনওরকম আইন প্রণয়নের নির্দেশ শীর্ষ আদালত দিতে পারে না।
advertisement
advertisement
advertisement