Bipin Rawat Died: বিপিন রাওয়াতের মৃত্যুতে শোক প্রকাশ রাষ্ট্রপতির, ছবি পোস্ট করে শোক প্রধানমন্ত্রীরও

Last Updated:

CDS Gen Bipin Rawat Died: ওই বিমানে মোট যাত্রী ছিলেন ১৪ জন। এদের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে বলে খবর।

ফাইল চিত্র
ফাইল চিত্র
#নয়াদিল্লি: কপ্টার দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের (Bipin Rawat) মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। দেশ জুড়ে সব মহল থেকে আছড়ে পড়ল শোকের ঢেউ। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখলেন, 'জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকার আকস্মিক মৃত্যুতে আমি বাক্যহারা হয়ে গিয়েছি। দেশ তাঁর মতো এক অন্যতম সাহসী মানুষটিকে হারিয়ে ফেলল। চার দশক ধরে তিনি দেশকে সাহসের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন, যা সাহসীকতার উদাহরণ। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই।'
advertisement
advertisement
ঘটনা নিয়ে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  তিনি লিখেছেন, 'তামিলনাড়ুতে ঘটে যাওয়া হেলিকপ্টার দুর্ঘটনায় জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। ওই দুর্ঘটনায় বিপিনের সঙ্গী ও তাঁর স্ত্রীয়েরও মৃত্যু হয়েছে। সকলেই ভারতের হয়ে সাহসীকতার সঙ্গে কাজ করেছেন। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।' শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি টুইটারে লিখেছেন, 'আমরা আমাদের সিডিএস-কে হারালাম, দেশের জন্য যা এক গভীর দুঃখের দিন। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। উনি একজন সর্বোত্তম সাহসী সেনা ছিলেন, যিনি সামনে থেকে দেশমাতৃকার জন্য লড়াই করেছেন। তাঁর ভূমিকা শব্দে ব্যখা করা যায় না। আমি মর্মাহত।'
advertisement
advertisement
ওই বিমানে মোট যাত্রী ছিলেন ১৪ জন। এদের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে বলে খবর। এই তালিকায় রয়েছেন বিপিন রাওয়াতের স্ত্রীও। দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ ছিলেন বিপিন, সেই কারণেই তাঁর আকস্মিক মৃত্যুতে কার্যত শোকে মুহ্যমান হয়ে পড়েছে দেশ। স্থানীয়রা জানিয়েছেন বুধবার সকালে হঠাৎই ভেঙে পড়ে কপ্টারটি। জঙ্গল ও চা বাগানের মধ্যে ভেঙে পড়া বিমানে প্রথমে উদ্ধারকাজ শুরু করাই সম্ভব হয়নি।
advertisement
advertisement
স্থানীয় মানুষেরা পালিয়ে গিয়েছিলেন, বিস্ফোরণ ভেবে। তার পর তাঁরা এগিয়ে এসে উদ্ধার করতে শুরু করেন। সূত্রের খবর, বিপিন রাওয়াতের স্ত্রীয়ের দেহ আগেই উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে। তাঁর শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। অন্য দিকে বিপিন রাওয়াতকে উদ্ধার করে ৮ কিলোমিটার দূরে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর শরীরও ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে সূত্র মারফত খবর পাওয়া যায়। তার পরেই বিকেলের দিকে খবর আসে, প্রয়াত হয়েছেন বিপিন রাওয়াত।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bipin Rawat Died: বিপিন রাওয়াতের মৃত্যুতে শোক প্রকাশ রাষ্ট্রপতির, ছবি পোস্ট করে শোক প্রধানমন্ত্রীরও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement