By Elections: বদলে গেল উপনির্বাচনের দিনক্ষণ, কবে হবে তাহলে ভোট? নতুন তারিখ, জায়গা জানিয়ে দিল কমিশন

Last Updated:

By Elections:আগামী ১৩ নভেম্বর ওই আসনগুলিতে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু তার বদলে আগামী ২০ নভেম্বর ওই আসনগুলিতে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে কমিশন।

বদলে গেল উপনির্বাচনের দিনক্ষণ, কবে হবে তাহলে ভোট? নতুন তারিখ, জায়গা জানিয়ে দিল কমিশন
বদলে গেল উপনির্বাচনের দিনক্ষণ, কবে হবে তাহলে ভোট? নতুন তারিখ, জায়গা জানিয়ে দিল কমিশন
কেরল, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের মোট ১৪টি বিধানসভা আসনে উপ নির্বাচনের দিন পরিবর্তন করল জাতীয় নির্বাচন কমিশন। একাধিক রাজনৈতিক দলের অনুরোধে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী ১৩ নভেম্বর ওই আসনগুলিতে নির্বাচন হওয়ার কথা ছিল।
কিন্তু তার বদলে আগামী ২০ নভেম্বর ওই আসনগুলিতে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে কমিশন। ভোট গণনা হবে আগামী ২৩ নভেম্বর। তবে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের ৬টা বিধানসভা উপনির্বাচন ১৩ তারিখেই হবে।
advertisement
advertisement
প্রসঙ্গত, বিভিন্ন রাজনৈতিক দল ভোটের দিন পরিবর্তনের আর্জি জানিয়েছিল। কারণ তিন রাজ‍্যেই উপনির্বাচনের সময়েই বেশ কয়েকটি উত্‍সব রয়েছে। কলপথি রসথোলসভম (১৩-১৫ নভেম্বর), কার্তিক পূর্ণিমা (১৫ নভেম্বর), গুরু নানকের প্রকাশ পর্ব (১৫ নভেম্বর)-র মতো উত্‍সবগুলি হবে উপনির্বাচনেক সময়েই হবে।
advertisement
এই উত্‍সবগুলি থাকার কারণে ভোটদানের হার কম হতে পারে। মানুষ উত্‍সবে মেতে থাকবে। এই যুক্তিতেই দিন পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিল রাজনৈতিক দলগুলি। সেই আর্জি মেনেই দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। উত্তরপ্রদেশের ন’টি, পঞ্জাবের চারটি এবং কেরলের একটি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে ২০ নভেম্বর।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
By Elections: বদলে গেল উপনির্বাচনের দিনক্ষণ, কবে হবে তাহলে ভোট? নতুন তারিখ, জায়গা জানিয়ে দিল কমিশন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement