Rats: ঘরমোছার জলে ফেলে দিন শুধু এক টুকরো...ঘণ্টাখানেকের মধ‍্যেই ‘ভ‍্যানিশ’ ইঁদুর! সস্তায় ঝামেলা ছাড়াই ইঁদুর তাড়ানোর সেরা উপায়

Last Updated:
How to get rid of rats: কিন্তু একটি অতি সহজ উপায়ে পরিবার সমেত উত্‍খাত্‍ করা সম্ভব ইঁদুরদলকে। এই উপায়ে বিশেষ ঝক্কিও নেই। শুধু ঘরমোছার জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে একটি মাত্র জিনিস।
1/9
ইঁদুরের জ্বালায় ওষ্ঠাগত বহু পরিবারের সদস‍্যরাই। আবার ইঁদুর তাড়ানো মহা ঝক্কির কাজ। বাড়ি থেকে কিছুতেই সহজে বিদায় হতে চায় না ইঁদুর বাহিনি। তবে একটি উপায়ে কোনও ঝামেলা ছাড়াই দিব‍্যি বিদায় করা যাবে ইঁদুরদের।
ইঁদুরের জ্বালায় ওষ্ঠাগত বহু পরিবারের সদস‍্যরাই। আবার ইঁদুর তাড়ানো মহা ঝক্কির কাজ। বাড়ি থেকে কিছুতেই সহজে বিদায় হতে চায় না ইঁদুর বাহিনি। তবে একটি উপায়ে কোনও ঝামেলা ছাড়াই দিব‍্যি বিদায় করা যাবে ইঁদুরদের।
advertisement
2/9
কখনও রান্নাঘরের খাবার বিনা আমন্ত্রণে খেয়ে নষ্ট করছে। তো কখনও আবার আলমারিতে সুন্দর করে সাজিয়ে রাখা জামাকাপড় দাঁত দিয়ে কেটে কুটি কুটি করছে।
কখনও রান্নাঘরের খাবার বিনা আমন্ত্রণে খেয়ে নষ্ট করছে। তো কখনও আবার আলমারিতে সুন্দর করে সাজিয়ে রাখা জামাকাপড় দাঁত দিয়ে কেটে কুটি কুটি করছে।
advertisement
3/9
ইঁদুর মারার বিষ থেকে মাউস ট্র‍্যাপ কল। বিভিন্ন পদ্ধতি রয়েছে ইঁদুর তাড়াবার। তবে বেশিরভাগক্ষেত্রে কোনও উপায়েই সমূলে ধ্বংস করা যায় না ইঁদুরবাহিনিকে।
ইঁদুর মারার বিষ থেকে মাউস ট্র‍্যাপ কল। বিভিন্ন পদ্ধতি রয়েছে ইঁদুর তাড়াবার। তবে বেশিরভাগক্ষেত্রে কোনও উপায়েই সমূলে ধ্বংস করা যায় না ইঁদুরবাহিনিকে।
advertisement
4/9
কিন্তু একটি অতি সহজ উপায়ে পরিবার সমেত উত্‍খাত্‍ করা সম্ভব ইঁদুরদলকে। এই উপায়ে বিশেষ ঝক্কিও নেই। শুধু ঘরমোছার জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে একটি মাত্র জিনিস।
কিন্তু একটি অতি সহজ উপায়ে পরিবার সমেত উত্‍খাত্‍ করা সম্ভব ইঁদুরদলকে। এই উপায়ে বিশেষ ঝক্কিও নেই। শুধু ঘরমোছার জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে একটি মাত্র জিনিস।
advertisement
5/9
প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে কর্পূর। এই কর্পূরই হয়ে উঠতে পারে ইঁদুরের নিধন অস্ত্র। দাম কেনা মাউসট্র‍্যাপ ছাড়াই দিব‍্যি পালাবে ইঁদুর।
প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে কর্পূর। এই কর্পূরই হয়ে উঠতে পারে ইঁদুরের নিধন অস্ত্র। দাম কেনা মাউসট্র‍্যাপ ছাড়াই দিব‍্যি পালাবে ইঁদুর।
advertisement
6/9
advertisement
7/9
কর্পূরের গন্ধ বেশ কড়া। ইঁদুররা এটা একদম পছন্দ করে না। তারা এর তীব্র গন্ধ সহ্য করতে পারে না এবং তারা অবিলম্বে সেই জায়গা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
কর্পূরের গন্ধ বেশ কড়া। ইঁদুররা এটা একদম পছন্দ করে না। তারা এর তীব্র গন্ধ সহ্য করতে পারে না এবং তারা অবিলম্বে সেই জায়গা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
advertisement
8/9
ইঁদুর তাড়াবার এটি অন‍্যতম সেরা সমাধান। চাইলে ঘরের কোণায় কর্পূরের ছোট ছোট টুকরাও রাখতে পারেন, যেখান থেকে প্রায়ই ইঁদুর প্রবেশ করার চেষ্টা করে।
ইঁদুর তাড়াবার এটি অন‍্যতম সেরা সমাধান। চাইলে ঘরের কোণায় কর্পূরের ছোট ছোট টুকরাও রাখতে পারেন, যেখান থেকে প্রায়ই ইঁদুর প্রবেশ করার চেষ্টা করে।
advertisement
9/9
কর্পূর শুধু ইঁদুর তাড়াতে কাজ করে না, এটি ঘরে সুগন্ধ ছড়াতেও কাজ করে। এর সুগন্ধ ঘরে সতেজতার অনুভূতি দেয় এবং ব্যাকটেরিয়াকেও দূরে রাখে। এভাবে এটি প্রাকৃতিক ও রাসায়নিক মুক্ত পদ্ধতি।
কর্পূর শুধু ইঁদুর তাড়াতে কাজ করে না, এটি ঘরে সুগন্ধ ছড়াতেও কাজ করে। এর সুগন্ধ ঘরে সতেজতার অনুভূতি দেয় এবং ব্যাকটেরিয়াকেও দূরে রাখে। এভাবে এটি প্রাকৃতিক ও রাসায়নিক মুক্ত পদ্ধতি।
advertisement
advertisement
advertisement