শুভদৃষ্টির পর বরের গলায় পেঁয়াজ-রসুনের মালা পরালেন কনে!
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
#বারাণসী: ক্রমেই ঊর্ধ্বমূখী পেঁয়াজ-রসুনের দাম ৷ সেঞ্চুরি করেও থামছে না দাম বৃদ্ধি ৷ কোনও কোনও রাজ্যে ডবল সেঞ্চুরিও হাঁকিয়েছে পেঁয়াজ ৷ আর তাই পেঁয়াজ নিয়ে প্রতিবাদ-বিক্ষোভের পাশাপাশি চলছে নানারকম ঠাট্টা, টিটকিরি, মিমও ৷ বিয়েতে পেঁয়াজ উপহার দেওয়ার বহর চলছিলই ৷ এবার একেবারে মালাবদলই হয়ে গেল পেঁয়াজ-রসুনের মালা দিয়ে ৷
বারাণসীর একটি বিয়েতে এবার এমনটাই হয়েছে। রীতি মেনে মালাবদলও করেছেন পাত্র-পাত্রী। কিন্তু সেই মালা ফুলের তৈরি নয়। তাতে শোভা পাচ্ছে গোটা গোটা পেঁয়াজ আর রসুন। এমনকি বিয়েতে আসা অতিথিদের অনেকেই নবদম্পতিকে আশীর্বাদ করেছেন পেঁয়াজ উপহার দিয়ে।
আসলে পেঁয়াজের যা দাম তাতে ঝাঁঝে চোখে জল আসছে আমজনতার ৷ অনেকেই পেঁয়াজকে সোনার সঙ্গেও তুলনা করছেন ৷ অভিনেতা অক্ষয় কুমারও সম্প্রতি স্ত্রী ট্যুইঙ্কলকে উপহার দিয়েছেন পেঁয়াজের দুল ৷ তাই পেঁয়াজ-রসুনের বরমালা দিয়ে মালাবদল করাটাও এই সময়ের সঙ্গে এক্কেবারে মানানসই ৷
advertisement
advertisement
UP: Bride and groom exchange garlands of onion, garlic Read @ANI story | https://t.co/6uQiIbQIe2 pic.twitter.com/9Y5d5Xcmgo
— ANI Digital (@ani_digital) December 13, 2019
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 14, 2019 6:01 PM IST