Boon for BJP before 2024 Lok Sabha Polls || উদ্ধবের পদত্যাগে আরও শক্তিশালী বিজেপি, ২৪-এর আগে তিন রাজ্যে পাল্লা ভারী গেরুয়া শিবিরের

Last Updated:

Boon for BJP before 2024 Lok Sabha Polls || ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগেই উত্তরপ্রদেশ, বিহার এবং মহারাষ্ট্রে পাল্লা ভারী হল গেরুয়া শিবিরের।

BJP leader Devendra Fadnavis with Maharashtra governor Bhagat Singh Koshyari at Raj Bhavan on Tuesday. (Pic/News18)
BJP leader Devendra Fadnavis with Maharashtra governor Bhagat Singh Koshyari at Raj Bhavan on Tuesday. (Pic/News18)
#মুম্বই: ঠাকরের পদত্যাগে বিজেপির রাজনৈতিক 'অভ্যুত্থানের' পথ প্রশস্ত হল আরও৷ ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগেই উত্তরপ্রদেশ, বিহার এবং মহারাষ্ট্রে পাল্লা ভারী হল গেরুয়া শিবিরের। বিজেপি সূত্রে খবর,  মহারাষ্ট্রের জন্য একটি "মেগা উন্নয়ন পরিকল্পনা" প্রস্তুত করেছে ভাজপা যার মধ্যে মূল কাজ হবে আটকে থাকা বড় পরিকাঠামো প্রকল্পগুলিকে পুনরুজ্জীবিত করা এবং ২০২৪-এর প্রাক্কালে ভোটারদের কাছে মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত একটি প্যান-ভারতীয় উন্নয়ন মডেল তুলে ধরা।
advertisement
advertisement
২০১৯-এর আগে বিজেপি লালুপ্রসাদের আরজেডির সঙ্গে জোট ভেঙে সরকার গঠন করেছিল। সেটা ২০১৭৷ দীর্ঘ বিরতির পর ওই বছরই উত্তরপ্রদেশে ক্ষমতায় আসে বিজেপি। বিজেপিরই এক প্রবীণ নেতা নিউজ ১৮ কে জানিয়েছেন, “পরস্পরবিরোধী রাজনৈতিক মতাদর্শের সঙ্গেরাজনৈতিক জোট স্থায়ী হয় না। নীতিশ কুমার এবং লালু প্রসাদ ২০১৫ সালে বিহারে এটি চেষ্টা করেছিলেন৷ রাজ্য নির্বাচনে জিতেছিলেন৷ কিন্তু নীতীশ কুমার বিজেপিতে ফিরে আসার সঙ্গে সঙ্গেই জোট ভেঙে যায়। অনুরূপ ঘটনাই ঘটেছিল ছিল কংগ্রেস এবং এনসিপির সঙ্গে শিবসেনার জোটের ক্ষেত্রে৷“ রাজনীতির অন্দরে কানাঘুষো ছিল যে বিজেপি আবার শিবসেনার সঙ্গে সরকার গঠন করতে পারে৷
advertisement
গতকাল রাতে পদত্যাগ করেন উদ্ধব ঠাকরে৷ আবেগ তাড়িত উদ্ধব বলেন, আমি মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে কোনও দুঃখ পাচ্ছি না। আমরা মারাঠিদের জন্য কাজ করেছি, হিন্দুদের জন্য কাজ করেছি। আমরা আস্থা ভোটে সামনে দাঁড়াতে চাই না। আমি মুখ্যমন্ত্রী পদ ছাড়ছি। মুখ্যমন্ত্রী পদের পাশাপাশি আমি বিধান পরিষদের পর থেকেও আমি ইস্তফা দিচ্ছি। শিবসেনাকে আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না।“ইস্তফাপত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর পুত্র আদিত্য ঠাকরেও। তিনি রাজভবনে গিয়ে রাতেই ইস্তফাপত্র জমা দেন তিনি। 
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
Boon for BJP before 2024 Lok Sabha Polls || উদ্ধবের পদত্যাগে আরও শক্তিশালী বিজেপি, ২৪-এর আগে তিন রাজ্যে পাল্লা ভারী গেরুয়া শিবিরের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement