#মুম্বই: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ফ্যাশন ডিজাইনার রিঙ্কু জৈন। অ্যাপ ক্যাবে যাচ্ছিলেন বলিউডের ডিজাইনার রিঙ্কু। চালকের পাশের আসনে বসেছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, মুম্বইয়ের যোগেশ্বরী হাইওয়েতে রাস্তায় মেট্রোর ব্রিজ তৈরির কাজ চলছিল সেখান থেকে লোহার রড এসে পড়ে গাড়িতে।রিঙ্কুর খুব কাছেই পড়ে ৮ ফুটের লোহার রড। গাড়ির কাচ ও ড্যাশ বোর্ড ভেঙে যায়। ঘটনাস্থলে পুলিশ এসে গাড়ি থেকে রড বের করে। মেট্রোর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। ঘটনার তদন্তে পুলিশ ও প্রশাসন।