Mumbai BMW Accident: সকাল সকাল মাছ কিনতে গিয়ে আর ফেরা হল না বাড়ি! নেতার বিএমডব্লিউ গাড়ির ধাক্কায় মুম্বইয়ে মৃত মহিলা, ধৃত নেতার ছেলে
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ধাক্কার জেরে স্বামী স্ত্রী দু’জনেই গাড়ির বনেটের উপরে ছিটকে পড়েন৷ কোনও রকমে সামলে স্বামী বনেট থেকে নেমে যেতে পারলেও গুরুতর ভাবে আহত হন ওই মহিলা৷
মুম্বই: সকাল সকাল স্বামীর সঙ্গে মাছ কিনতে বেরিয়েছিলেন৷ কিন্তু, তখন কি জানতেন, আর বাড়ি ফেরা হবে না তাঁর৷ মুম্বইয়ে দ্রুতগতিতে আসা বিএমডব্লিউ গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক মহিলার৷ রবিবার সকালে ওরলিতে এই দুর্ঘটনা ঘটেছে৷
স্থানীয় সূত্রের খবর, রবিবার সকাল সাড়ে ৫টা নাগাদ ওরলির কোলিওয়াডা এলাকা থেকে সাসোঁ ডকে বাইকে করে মাছ কিনতে বেরিয়েছিলেন ওই দম্পতি৷ মাছ কিনে ফেরার সময় অত্যন্ত দ্রুতগতিতে আসা একটি বিএমডব্লিউ গাড়ি তাঁদের বাইকে ধাক্কা মারে৷
ধাক্কার জেরে স্বামী স্ত্রী দু’জনেই গাড়ির বনেটের উপরে ছিটকে পড়েন৷ কোনও রকমে সামলে স্বামী বনেট থেকে নেমে যেতে পারলেও গুরুতর ভাবে আহত হন ওই মহিলা৷
advertisement
advertisement
আরও পড়ুন: ২৩ জুলাই বাজেট, জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী! জমজমাট অধিবেশনের অপেক্ষায় সংসদ
ঘটনার পরেই গাড়ি ফেলে চম্পট দেয় বিএমডব্লিউ গাড়ির চালক৷ ওই মহিলাকে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা৷

ওরলি পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে গাড়িটি স্থানীয় পাহালগড়ের শিবসেনা (শিণ্ডে) নেতা রাজেশ শাহের৷ ইতিমধ্যেই তাঁর ছেড়ে মিহির শাহকে পাকড়াও করেছে পুলিশ৷ পুলিশের ধারণা, দুর্ঘটনার সময় এই মিহিরই গাড়িটি চালাচ্ছিল৷
advertisement
দুর্ঘটনার সময় গাড়িটির স্টিয়ারিংয়ের পিছনে কে ছিলেন তা জানতে রাস্তার ধারের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করছে ওরলি পুলিশ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Mumbai,Maharashtra
First Published :
July 07, 2024 1:09 PM IST