Mumbai BMW Accident: সকাল সকাল মাছ কিনতে গিয়ে আর ফেরা হল না বাড়ি! নেতার বিএমডব্লিউ গাড়ির ধাক্কায় মুম্বইয়ে মৃত মহিলা, ধৃত নেতার ছেলে

Last Updated:

ধাক্কার জেরে স্বামী স্ত্রী দু’জনেই গাড়ির বনেটের উপরে ছিটকে পড়েন৷ কোনও রকমে সামলে স্বামী বনেট থেকে নেমে যেতে পারলেও গুরুতর ভাবে আহত হন ওই মহিলা৷

মুম্বই: সকাল সকাল স্বামীর সঙ্গে মাছ কিনতে বেরিয়েছিলেন৷ কিন্তু, তখন কি জানতেন, আর বাড়ি ফেরা হবে না তাঁর৷ মুম্বইয়ে দ্রুতগতিতে আসা বিএমডব্লিউ গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক মহিলার৷ রবিবার সকালে ওরলিতে এই দুর্ঘটনা ঘটেছে৷
স্থানীয় সূত্রের খবর, রবিবার সকাল সাড়ে ৫টা নাগাদ ওরলির কোলিওয়াডা এলাকা থেকে সাসোঁ ডকে বাইকে করে মাছ কিনতে বেরিয়েছিলেন ওই দম্পতি৷ মাছ কিনে ফেরার সময় অত্যন্ত দ্রুতগতিতে আসা একটি বিএমডব্লিউ গাড়ি তাঁদের বাইকে ধাক্কা মারে৷
ধাক্কার জেরে স্বামী স্ত্রী দু’জনেই গাড়ির বনেটের উপরে ছিটকে পড়েন৷ কোনও রকমে সামলে স্বামী বনেট থেকে নেমে যেতে পারলেও গুরুতর ভাবে আহত হন ওই মহিলা৷
advertisement
advertisement
আরও পড়ুন: ২৩ জুলাই বাজেট, জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী! জমজমাট অধিবেশনের অপেক্ষায় সংসদ
ঘটনার পরেই গাড়ি ফেলে চম্পট দেয় বিএমডব্লিউ গাড়ির চালক৷ ওই মহিলাকে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা৷
ওরলি পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে গাড়িটি স্থানীয় পাহালগড়ের শিবসেনা (শিণ্ডে) নেতা রাজেশ শাহের৷ ইতিমধ্যেই তাঁর ছেড়ে মিহির শাহকে পাকড়াও করেছে পুলিশ৷ পুলিশের ধারণা, দুর্ঘটনার সময় এই মিহিরই গাড়িটি চালাচ্ছিল৷
advertisement
দুর্ঘটনার সময় গাড়িটির স্টিয়ারিংয়ের পিছনে কে ছিলেন তা জানতে রাস্তার ধারের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করছে ওরলি পুলিশ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mumbai BMW Accident: সকাল সকাল মাছ কিনতে গিয়ে আর ফেরা হল না বাড়ি! নেতার বিএমডব্লিউ গাড়ির ধাক্কায় মুম্বইয়ে মৃত মহিলা, ধৃত নেতার ছেলে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement