Tripura TMC: প্রার্থীর থেকে বেশি তারকা প্রচারকের সংখ্যা, ত্রিপুরায় তৃণমূলকে কটাক্ষ বিজেপি-র

Last Updated:

৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় তৃণমূলের প্রার্থী ২৮

তৃণমূলকে খোঁচা বিজেপি-র।
তৃণমূলকে খোঁচা বিজেপি-র।
আগরতলা: ২৮ আসনে প্রার্থী, আর তারকা প্রচারক ৩৭ জন! ত্রিপুরায় তৃণমূলের তারকা প্রচারকে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা বলে কটাক্ষ করল বিজেপি। ত্রিপুরা বিজেপির রাজ্য সম্পাদক অস্মিতা বণিক বলেন, 'ত্রিপুরায় পরিবর্তনের দাবি তোলার আগে সব আসনে প্রার্থী দিক তৃণমূল।' ত্রিপুরা বিধানসভার ৬০ আসনের মধ্যে সাকুল্যে ২৮ টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে তৃণমূল। নির্বাচনে ২৮ প্রার্থীর প্রচারে ৩৭ তারকা প্রচারক। তারকা প্রচারকের তালিকায় মমতা, অভিষেক থেকে মুনমুন।
৩৭ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করে তৃণমূলের তরফে বলা হয়েছে, মমতা বন্দোপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে ত্রিপুরায় নতুন যূগ আসতে চলেছে। বিধানসভা নির্বাচনের আগে পরিবর্তনের বার্তা নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব ত্রিপুরায় আসছেন।
advertisement
তৃণমূলের এই বার্তাকে কটাক্ষ করে ত্রিপুরা বিজেপির রাজ্য সম্পাদক, অস্মিতা বণিক বলেন, গত ৫ বছরে নরেন্দ্র মোদির উন্নয়নের মধ্য দিয়ে ত্রিপুরায় নতুন যূগ এসে গেছে। তার জন্য তৃণমূলের দরকার নেই। ত্রিপুরায় পরিবর্তনের দাবি জানাতে আসার আগে, সব আসনে প্রার্থী দিক তৃণমূল।
advertisement
৬০ আসনের বিধানসভার মাত্র ২৮ আসনে প্রার্থী কেন তৃণমূলের? বিজেপি সহ বিরোধীদের তোলা এই প্রশ্নের  জবাবে ত্রিপুরা তৃণমূলের দায়িত্ব প্রাপ্ত রাজীব বন্দোপাধ্যায় বলেন, '' ত্রিপুরায় সর্বত্র আমাদের দলের সংগঠন এখনও যথেষ্ট শক্তিশালী নয়। যেখানে আমাদের শক্তি নেই, সেখানে প্রার্থী দিয়ে আমরা বিজেপিকে সুবিধা করে দিতে চাই না।"
advertisement
যদিও, বাম কংগ্রেস সহ বিরোধীদের দাবি, বিজেপিকে ভোট ভাগাভাগির সুবিধা করে দিতেই ত্রিপুরা নির্বাচনে প্রার্থী দিয়েছে তৃণমূল।  রাজীবের অবশ্য দাবি, তৃণমূলের প্রার্থী তালিকা থেকে সেটা প্রমাণ হয় না। ত্রিপুরায় বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সাহার বিরুদ্ধে প্রার্থী দিলেও, তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে যাওয়া সুদীপ রায় বর্মণের আসনে কোনও প্রার্থী দেয়নি তৃণমূল। দেয়নি তার কারণ, মমতা বন্দোপাধ্যায়ের নীতিই হল, যে যেখানে শক্তিশালী, সে সেখানেই বিজেপির বিরুদ্ধে লড়ুক। এর পরেও তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ খাটে না বলেই দাবি রাজীবের৷
advertisement
এ দিকে, ত্রিপুরা নির্বাচনের প্রচারের জন্য বাকি আর ১৩ দিন। এই সময়ে তৃণমূলের তারকা প্রচার তালিকা প্রকাশ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে রাজ্য বিজেপিও। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, 'এটা তৃণমূলের  পলিটিক্যাল ট্যুরিসম। বেড়াতে যাওয়ার জন্য তৃণমূল ত্রিপুরায় যেতেই পারে। কিন্তু, ভোটের আশা যেন না করে।'
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura TMC: প্রার্থীর থেকে বেশি তারকা প্রচারকের সংখ্যা, ত্রিপুরায় তৃণমূলকে কটাক্ষ বিজেপি-র
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement