হোম /খবর /দেশ /
ত্রিপুরাতে জোর টক্কর মোদি-মমতা-শাহর! তিন-তিনটে সভা খোদ প্রধানমন্ত্রীর! চড়ছে পারদ

Tripura Assembly Election: ত্রিপুরাতে জোর টক্কর মোদি-মমতা-শাহর! তিন-তিনটে সভা খোদ প্রধানমন্ত্রীর! চড়ছে পারদ

ত্রিপুরায় চড়ছে পারদ

ত্রিপুরায় চড়ছে পারদ

Tripura Assembly Election: আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রচারে ত্রিপুরা আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোট তিনটি জনসভা করার পরিকল্পনা রয়েছে তাঁর।

  • Share this:

#আগরতলা : আগামী ৬ই ফেব্রুয়ারি ত্রিপুরায় ভোট প্রচার করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শান্তির বাজার এবং খোয়াইতে সভা করবেন তিনি। আবার এই ৬ তারিখ ত্রিপুরায় প্রচারে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায় উভয়েই। পাশাপাশি আগামী ১২ই ফেব্রুয়ারি দ্বিতীয়বার ভোট প্রচারে ত্রিপুরায় আসার সম্ভাবনা অমিত শাহের। চরিলাম ও চন্ডিপুর বিধানসভায় দুটি নির্বাচনী জনসভা করবেন তিনি।

আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রচারে ত্রিপুরা আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোট তিনটি জনসভা করার পরিকল্পনা রয়েছে তাঁর। ১১ তারিখ আমবাসা এবং উদয় পুরে সভা করতে পারেন তিনি। পাশাপাশি ১৩ ফেব্রুয়ারি ফের দ্বিতীয়বারের জন্য রাজ্যে আসার সম্ভাবনা নরেন্দ্র মোদির। সূত্রের খবর, নজর কাড়া কেন্দ্র আগরতলা বিধানসভা এলাকায় জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: মিড-‌ডে মিলের রাঁধুনির সঙ্গে প্রধান শিক্ষকের 'পরকীয়া'! তুমুল 'অশান্তিতে' তোলপাড় স্কুল! খাওয়া মাথায় ছাত্রদের...

অন্যদিকে, ত্রিপুরার বিধানসভা নির্বাচনে ২৮ আসনেই প্রচার শুরু করেছে তৃণমূল। জানা গিয়েছে, আগামী সপ্তাহেই প্রচারে যাবেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ মামলায় সিবিআইকে ফের চরম ভর্ৎসনা! ৭ দিনের সময়সীমা বেঁধে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

আসন্ন ত্রিপুরার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের বিভিন্ন কেন্দ্রের প্রার্থীরা দিনভর কর্মসূচি নিয়ে রাস্তায় নেমে পড়েছে। এদিন টাউন বড়দোয়ালি কেন্দ্রের প্রার্থী অনন্ত বন্দ্যোপাধ্যায় তাঁর বিধানসভায় নির্বাচনী প্রচার শুরু করেছেন। তিনি জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে সমর্থন জানাবে বলে সাধারণ মানুষ আশ্বাস দিয়েছেন।

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: BJP, Naredra Modi, Tripura Assembly Election 2023