BJP Lok Sabha Candidates List 2024: আমেঠি থেকেই লড়ছেন স্মৃতি, প্রতিপক্ষ কি সেই রাহুল? প্রার্থী হলেন রাজনাথ সিং, সুষমা-কন্যাও
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Lok Sabha Election 2024 BJP Candidates List: লখনউ থেকে লড়বেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গান্ধীনগর থেকে লড়বেন অমিত শাহ।
নয়াদিল্লিঃ হাতের তালুর মতো চিনে ফেলা সেই আমেঠি থেকেই লোকসভা ভোটে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। পাঁচ বছর আগে অমেঠিবাসীকে দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করলেন শেষমেশ। গত লোকসভা নির্বাচনে আমেঠি আসনে সাংসদ রাহুল গান্ধির বিরুদ্ধে লড়ে জয়ী হন স্মৃতি ইরানি। তখনই আমেঠিবাসীকে কথা দিয়েছিলেন, সেখানে বাড়ি বানাবেন।
চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে সেই নতুন বাড়িতে থাকা শুরু করেছেন বিজেপি নেত্রী। এরপরেই আজ বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা গেল এ বারেও আমেঠি থেকে লড়বেন এই হেভি ওয়েট। ২০১৯ -এ স্মৃতির কাছে হেরে যান টানা তিনবারের সাংসদ রাহুল গান্ধি।
আরও পড়ুনঃ সৌমেন্দু প্রার্থী হতেই বোমা কাটালেন বাবা! কাঁথির ‘ফল’ আগাম জানিয়ে দিলেন শিশির অধিকারী
এদিকে, প্রয়াত সুষমা স্বরাজের মেয়ে বাঁশরী স্বরাজকে প্রার্থী করল বিজেপি। প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা-কন্যার লোকসভা নির্বাচনে অভিষেক হতে চলেছে। নয়াদিল্লি লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন বাঁশরী। বাঁশরী পেশায় আইনজীবী। ১৫ বছর ধরে আইনি পেশায় যুক্ত। ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষায় স্নাতক হওয়ার পর তিনি লন্ডনের বিপিপি ল কলেজ থেকে আইন পাশ করেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে সেন্ট ক্যাথরিনস কলেজ থেকে স্নাতকোত্তর হন বাঁশরী।
advertisement
advertisement
অন্যদিকে, লখনউ থেকে লড়বেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গান্ধীনগর থেকে লড়বেন অমিত শাহ। প্রসঙ্গত, প্রথম দফায় ১৯৫ প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। বিজেপির প্রথম প্রার্থী তালিকায় ২৮ মহিলা প্রার্থীর নাম।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2024 9:48 PM IST