West Bengal BJP Candidates List: সৌমেন্দু প্রার্থী হতেই বোমা কাটালেন বাবা! কাঁথির 'ফল' আগাম জানিয়ে দিলেন শিশির অধিকারী

Last Updated:

West Bengal BJP Candidates List: 'সৌমেন্দু তিন লাখ ভোটে জিতবে', ছেলে কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা হতেই বোমা কাটালেন বাবা বর্ষীয়ান নেতা শিশির অধিকারী।

কাঁথিঃ ‘সৌমেন্দু তিন লাখ ভোটে জিতবে’, ছেলে কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী হতেই বোমা কাটালেন বর্ষীয়ান রাজনীতিবিদ তথা তৃণমূল সাংসদ শিশির অধিকারী। শনিবার সন্ধ্যায় দিল্লিতে সাংবাদিক বৈঠক করে দেশের ১৯৫টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। বাংলার ২০ আসনের প্রার্থীর নামও রয়েছে তালিকায়।
কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষিত হয়েছেন অধিকারী পরিবারের সৌমেন্দু অধিকারীর। তাঁর আসনে ছেলের প্রার্থী হওয়ার খবরে রীতিমতো খুশি শিশির অধিকারী। বর্ষীয়ান সাংসদ বলেন, “আমার মার্জিন টপকে যাবে সৌমেন্দু অধিকারী। তিন লাখ ভোটে জিতবে!” কাঁথি কেন্দ্র থেকে কে বিজেপির হয়ে লড়বেন, তা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতর ছিলই। ওয়াকিবহাল মহলে বারে বারে সৌমেন্দুর নাম উঠে আসছিল। এ বারে সেই নামে পড়ল শিলমোহর, হাইভোল্টেজ এই কেন্দ্রে তাঁকেই প্রার্থী ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি।
advertisement
আরও পড়ুনঃ তালিকায় চার বিধায়ক, বাংলায় ২০ প্রার্থীর নাম ঘোষণা বিজেপির! বড় চমক ঘাটাল, কাঁথিতে
বিজেপির প্রকাশিত তালিকা অনুযায়ী কোচবিহারের প্রার্থী হচ্ছেন নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা, বালুরঘাটে ড. সুকান্ত মজুমদার, মালদহ উত্তরে খগেন মুর্মু, মালদহ দক্ষিণে শ্রীরূপা মিত্র চৌধুরী। মুর্শিদাবাদের বহরমপুরে প্রার্থী ঘোষণা করা হয়েছে ড. নির্মল কুমার সাহাকে, মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ। নদিয়ার রানাঘাট থেকে প্রার্থী হচ্ছেন জগন্নাথ সরকার। উত্তর ২৪ পরগণার বনগাঁ আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুরকে।
advertisement
advertisement
জয়নগরের প্রার্থী হচ্ছেন অশোক কান্ডারী, যাদবপুর কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন ড. অনির্বাণ গঙ্গোপাধ্যায়, হাওড়ার প্রার্থী ড. রথীন চক্রবর্তী, হুগলি থেকে লরাই করবেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। কাঁথি এবং ঘাটাল আসলে রয়েছে চমক। কারণ এ বারে ঘাটাল থেকে প্রার্থী হচ্ছেন  হিরন্ময় চট্টোপাধ্যায়। কাঁথি থেকে নির্বাচনে লড়াই করবেন অধিকারী পরিবারের সদস্য সৌমেন্দু অধিকারী। পুরুলিয়ার প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো, বাঁকুড়া থেকে প্রার্থী বিজেপির পরিচিত মুখ ড. সুভাষ সরকার। বিষ্ণুপুরের প্রার্থী সৌমিত্র খাঁ, আসানসোলের প্রার্থী শ্রী পবন সিং এবং বোলপুর থেকে নির্বাচনে লড়বেন প্রিয়া সাহা।
advertisement
প্রসঙ্গত, দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে আগামী লোকসভা নির্বাচনের ১৯৫টি আসনের প্রার্থী ঘোষণা করল গেরুয়া শিবির৷ সেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে, বারাণসী আসন থেকে লড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই আসন থেকেই তিনি লড়ে আসছেন, এ বারেও সেই আসনেই লড়বেন৷
সুজিত ভৌমিক 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal BJP Candidates List: সৌমেন্দু প্রার্থী হতেই বোমা কাটালেন বাবা! কাঁথির 'ফল' আগাম জানিয়ে দিলেন শিশির অধিকারী
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement