Karnataka Elections 2023: হারের দায় মোদির নয়, কর্ণাটক নিয়ে মুখরক্ষায় পাল্টা যুক্তি বিজেপি-র

Last Updated:

বছর দু’য়েক আগে প্রতিষ্ঠান-বিরোধী হাওয়ার গন্ধ পেয়েই  ইয়েদুরিয়াপ্পাকে সরিয়ে বোম্মাইকে মুখ্যমন্ত্রী করা হয়। পরাজয়ের পরে সেই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বেঙ্গালুরু: কর্ণাটকে বিধানসভা ভোটে দলের বিপর্যয়ের পর প্রধানমন্ত্রীর উপরে হারের দায় চাপানো বিরোধী শিবিরকে এবার পাল্টা আক্রমণে বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই জানিয়ে দিয়েছেন, ওই পরাজয়ের জন্য দায়ী প্রতিষ্ঠান-বিরোধী হাওয়া। ঠিক কোন কারণগুলির জন্য দল হেরেছে, তা পর্যালোচনা করে দেখা হবে বলে অবশ্য আগেই জানিয়েছিলেন তিনি।
কিন্তু রাজনৌতিক মহলে প্রশ্ন প্রতিষ্ঠান-বিরোধী হাওয়া আঁচ করেই তো মুখ্যমন্ত্রী পরিবর্তন করা হয়েছিল। আর যাঁকে নতুন মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই বাসবারাজ বোম্মাই বলছেন, “এই হারের দায় মোদির নয়। তিনি তো শুধু কর্ণাটকে ভোটের প্রচারে এসেছিলেন। তিনি গোটা দেশের নেতা। কংগ্রেস নেতৃত্ব কি এমন দাবি করছে যে তারা কর্ণাটকে ভোটে জিতে দেশে ফের ক্ষমতায় আসার পরিস্থিতিতে চলে এসেছে?”
advertisement
advertisement
২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগেই আরও কয়েকটি রাজ্যে নির্বাচন। তার পরে লোকসভা ভোট। তাই কর্ণাটক ভোটের ফল নিয়ে সতর্ক অবস্থানে বিজেপির সর্বভারতীয় সম্পাদক সি টি রবি। কর্ণাটকে ভোটে পরাজিত হয়েছেন। তাঁরও বক্তব্য, ‘‘ওই হারের দায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের নয়। দায় রাজ্য নেতৃত্বের।’’
advertisement
দলের একটা বড় অংশের দাবি, হারের জন্য মূলত দায়ী করা হচ্ছে বাসবরাজ বোম্মাইয়ের নেতৃত্বে চলা রাজ্য সরকারের পদক্ষেপকে। বছর দু’য়েক আগে প্রতিষ্ঠান-বিরোধী হাওয়ার গন্ধ পেয়েই  ইয়েদুরিয়াপ্পাকে সরিয়ে বোম্মাইকে মুখ্যমন্ত্রী করা হয়। পরাজয়ের পরে সেই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
দলের বক্তব্য, মুখ্যমন্ত্রী বদলের সিদ্ধান্ত সঠিক ছিল। কিন্তু বি এস ইয়েদুরাপ্পার পরিবর্তে যাঁকে মুখ্যমন্ত্রী করা হয় সেই বাসবরাজ বোম্মাই ওই পদের যোগ্য ছিলেন না। তাঁদের দাবি, মূলত বোম্মাইয়ের প্রশাসন চালানোর সমস্যার কারণে দুর্নীতি বাড়বাড়ন্ত হয়। যার জেরে কর্ণাটকে গত আটত্রিশ বছরের বিধানসভা ভোটের ধারাবাহিকতা বজায় রেখে আরও একবার নির্বাচনে রাজ্যে ক্ষমতার হাতবদল হল। ১৯৮৫ সালের পর থেকে  ক্ষমতায় থাকা দল কখনওই দ্বিতীয় বার ফিলে আসেনি। এবারও তার পুনরাবৃত্তি হল।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka Elections 2023: হারের দায় মোদির নয়, কর্ণাটক নিয়ে মুখরক্ষায় পাল্টা যুক্তি বিজেপি-র
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement