Bihar Election Results 2025: ‘ভোটারদের নাম যদি সরিয়ে দেওয়া হয়..,’ NDA-র দিকে পাল্লা ভারী হতেই পুরনো অভিযোগ কংগ্রেস নেতার
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
তারাপুর বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন বিজেপি নেতা তথা বিদায়ী উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। অপর বিদায়ী উপমুখমন্ত্রী বিজয় কুমার সিংহও এগিয়ে রয়েছেন লখীসরায় থেকে।
পটনা: বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগেই কি হার স্বীকার করে নিল কংগ্রেস? শুক্রবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ভোটগণনা৷ প্রাথমিক ট্রেন্ড বলছে বিপুল আসন পেয়ে বিহারে ফের ক্ষমতায় ফিরতে পারে এনডিএ জোট৷ এমন পরিস্থিতিতে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর৷ ফের তাঁর গলায় উঠে এসেছে এসআইআর সংক্রান্ত অভিযোগ৷
সোশ্যাল মিডিয়া X-এ লেখা পোস্টে কংগ্রেস নেতা অভিযোগ করেছেন, ‘‘যখন আপনি ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ দেন, বিশেষ করে বিরোধী ভোটার, তখন রেজাল্টের দিন আপনি কী প্রত্যাশা করতে পারেন? খেলা শুরুর আগেই ময়দান একদিকে হেলিয়ে দিলে গণতন্ত্র টিকতে পারে না৷’’
advertisement
advertisement
প্রাথমিক আভাস অনুসারে, ইতিমধ্যে এনডিএ শিবির সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য প্রয়োজনীয় আসনে এগিয়ে রয়েছে। সকাল সাড়ে সাড়ে ৯টার হিসাবে এনডিএ এগিয়ে রয়েছে ১৬৫ আসনে। বিরোধীদের ‘মহাগঠবন্ধন’ এগিয়ে আছে ৭৩ আসনে।
When you delete 65 lakh voters—mostly from the Opposition’s voters —what do you expect on result day?
Democracy cannot survive if the playing field is tilted before the match even begins.#SIR #VoteChori— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) November 14, 2025
advertisement
প্রাথমিক আভাসে দেখা যাচ্ছে, একক দল হিসাবে বিহারের ভোটে সবচেয়ে বেশি আসনে এগিয়ে রয়েছে তেজস্বীদের RJD। আরজেডি এগিয়ে ৫৬ আসন। ওই সময়ের হিসাবে বিজেপি এগিয়ে আসনে ৫৫ আসনে। নীতীশের JDU এগিয়ে আছে ৪৫ আসনে। অনেকটা পিছিয়ে রয়েছে কংগ্রেস। তারা এগিয়ে আছে সাতটি আসনে।
advertisement
তারাপুর বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন বিজেপি নেতা তথা বিদায়ী উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। অপর বিদায়ী উপমুখমন্ত্রী বিজয় কুমার সিংহও এগিয়ে রয়েছেন লখীসরায় থেকে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bihar
First Published :
November 14, 2025 10:18 AM IST

