Bihar Blast: বিহারে ভয়াবহ বিস্ফোরণ! ৬ মাসের শিশু সহ মৃত ১০, নীতিশ কুমারকে ফোন উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে দু’কিলোমিটার পর্যন্ত এলাকায় কেঁপে ওঠে। চার কিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানা যায়।
#ভাগলপুর: ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে উঠল বিহারের ভাগলপুর (Bhagalpur Blast)। বিস্ফোরণটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ। ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে একরত্তি এক শিশু-সহ ১০ জনের এমনটাই জানা যাচ্ছে। বিস্ফোরণের (Bihar Blast) তীব্রতা এতটাই বেশি ছিল যে দু’কিলোমিটার পর্যন্ত এলাকায় কেঁপে ওঠে। চার কিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানা যায়।
ভয়াবহ বিস্ফোরণটি ঘটেছে তাতারপুর (Bihar Blast) থানা এলাকায়। যে বাড়িতে বিস্ফোরণটি হয়েছে সেটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর পাশাপাশি আশেপাশের আরও কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই প্রাণঘাতী ছিল যে ওই বাড়ি সহ আশেপাশের আরও চারটি বাড়ি একেবারে ধসে গিয়েছে। ঘটনাস্থল থেকে ২০০ থেকে ৩০০ মিটার দূরে ভাঙা বাড়ির ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। এই সময় পাশের বাড়িতে ঘুমন্ত লোকজনও গুরুতর আহত হয়। এই খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা রাজ্যজুড়েই।
advertisement
advertisement
প্রথমটায় ঘটনার আকস্মিকতায় (Bihar Blast) হকচকিয়ে যান এলাকার মানুষ। সবাই এই ঘটনাকে ভূমিকম্পও ভেবে আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এদিকে গত রাতে বিস্ফোরণের পরেই জেসিবির সাহায্যে ধ্বংসস্তূপ থেকে প্রায় ১৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলেই ৭ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরে আরও বাড়তে থাকে মৃতের সংখ্যা।
advertisement
এই ঘটনার পর ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। উদ্ধারকাজ যাতে দ্রুত চালানো হয়, সেই বার্তা দিয়েছেন মোদি। এই প্রসঙ্গে বিহারের (Bihar CM) মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে কথাও বলেছেন তিনি।
The news of loss of life due to an explosion in Bihar's Bhagalpur is painful. I wish the injured a speedy recovery. I spoke with CM Nitish Kumar regarding the incident. The admn is engaged in relief & rescue ops. All possible assistance is being provided to the victims: PM Modi https://t.co/7rmVoIsR6l pic.twitter.com/S6A4mkpaML
— ANI (@ANI) March 4, 2022
advertisement
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে, বিস্ফোরণের আসল কারণ এখনও স্পষ্ট নয়। খবর পেয়েই উদ্ধার কাজ চালাতে শুরু করে পুলিশ। শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় ফরেনসিক টিম। বিস্ফোরণের ধরন ও কারণ অনুসন্ধান করার চেষ্টা করছেন তাঁরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 04, 2022 3:30 PM IST