Indian student killed in Ukraine|| 'বিমানে মৃতদেহ আনতে জায়গা বেশি লাগে', বিজেপি বিধায়কের বিস্ফোরক মন্তব্যে উত্তাল দেশ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Body takes up more space in plane controversial comment by BJP MLA: ইউক্রেন যুদ্ধে নিহত ছাত্রের দেহ নবীন শেখরাপ্পা গ্যানাগোডার দেহ দেশে ফিরিয়ে কেন দেরী হচ্ছে, সেই প্রসঙ্গে এই মন্তব্য করেন কর্ণাটকের বিজেপি বিধায়ক অরবিন্দ বেল্লাড।
#নয়াদিল্লি: 'ইউক্রেন থেকে সবাইকে একত্রিত করে ভারতে ফিরিয়ে আনা কঠিন, সেখানে মৃতদেহ ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। বিমানে যে জায়গায় মৃতদেহ বহন করে আনা হবে, সেই জায়গায় ৮-১০ জনের জায়গা হয়ে যাবে। তাই এই মুহূর্তে দেহ ফিরিয়ে আনা একটা চ্যালেঞ্জ। সময়সাপেক্ষও বটে।'...এমনই মন্তব্য করে তোপের মুখে বিজেপি বিধায়ক অরবিন্দ বেল্লাড (BJP MLA Arvind Bellad)। তাঁর এই বিতর্কিত মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকে ক্ষোভে ফুঁসছে নেটিজেনরা।
ইউক্রেন যুদ্ধে নিহত ছাত্রের দেহ নবীন শেখরাপ্পা গ্যানাগোডার (Naveen Shekharappa Gyanagowda) দেহ দেশে ফিরিয়ে কেন দেরী হচ্ছে, সেই প্রসঙ্গে এই মন্তব্য করেন কর্ণাটকের বিজেপি বিধায়ক অরবিন্দ বেল্লাড। যা নিয়ে তোলপাড় চলছে দেশজুড়ে। অরবিন্দ বলেন, 'বিমানে মৃতদেহ রাখতে জায়গা বেশি লাগে, তাই দেহ আনা বড় চ্যালেঞ্জ।'
আরও পড়ুন: ইউক্রেনে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা রাশিয়ার, দেখুন ভিডিও
বাইশ বছরের মেধাবী ভারতীয় ছাত্র কেরলের বাসিন্দা নবীন শেখরাপ্পা ইউক্রেনে মেডিক্যাল পড়তে গিয়েছিলেন। নবীনের এক বন্ধু শ্রীকান্ত জানিয়েছেন, সকাল ৬টা পর্যন্ত খারকিভে কার্ফু জারি ছিল। কার্ফু উঠে গেলে সকাল ৬টা নাগাদই বাঙ্কার থেকে বেরিয়ে প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে বেরিয়েছিলেন নবীন। সেখানেই রাশিয়ান সেনা মিসাইল হামলা চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় নবীনের। শ্রীকান্ত জানিয়েছেন, নবীন বাইরে বেরনোর সময়ে কাউকে কিছু না জানিয়েই বেরিয়েছিলেন।
advertisement
advertisement
প্রসঙ্গত, নবীন শেখরাপ্পার বাবা জানিয়েছেন, মোদি সরকার তাঁকে আশ্বস্থ করেছেন দু'দিনের মধ্যেই ছেলের মৃতদেহ দেশে ফিরিয়ে আনা হবে। তিনি প্রধানমন্ত্রীকে নবীনের দেহ বাড়িতে পাঠানোর অনুরোধ জানিয়েছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 04, 2022 2:39 PM IST