Wedding Viral : অগ্নিসাক্ষীর আগেই বিয়েবাড়িতে তুলকালাম! হঠাৎ বিয়ে ভেঙে দিলেন কনে, নেপথ্যে বড় 'কারণ'!

Last Updated:
Wedding Viral: স্থানীয় মানিকওয়ার গ্রামের অমৃত লালের ছেলে প্রদ্যুম্নের সাথে যমুনা যাদবের মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। ছাদনাতলায় আচমকা বিয়েতে বেঁকে বসল কনে! কারণ শুনলে চমকে যাবেন!
1/5
মধ্যপ্রদেশের রেওয়া জেলায়, বৈবাহিক আচার-অনুষ্ঠানের মধ্যে বরের মানসিক অবস্থা নিয়ে সন্দেহ প্রকাশ করে বিয়ে প্রত্যাখ্যান করলেন কনে। পরে দুই বাড়ির মধ্যে তুমুল ঝগড়া ও বাকবিতণ্ডা শুরু হয়। সেখানেই শেষ নয়, কনে পক্ষের বিরুদ্ধে বরযাত্রীদের মারধরের অভিযোগ ওঠে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বরযাত্রীর দলটি রেওয়া জেলার মৌগঞ্জ থানা এলাকার বনপাধর গ্রামে এসেছিল বিয়ে করতে।
মধ্যপ্রদেশের রেওয়া জেলায়, বৈবাহিক আচার-অনুষ্ঠানের মধ্যে বরের মানসিক অবস্থা নিয়ে সন্দেহ প্রকাশ করে বিয়ে প্রত্যাখ্যান করলেন কনে। পরে দুই বাড়ির মধ্যে তুমুল ঝগড়া ও বাকবিতণ্ডা শুরু হয়। সেখানেই শেষ নয়, কনে পক্ষের বিরুদ্ধে বরযাত্রীদের মারধরের অভিযোগ ওঠে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বরযাত্রীর দলটি রেওয়া জেলার মৌগঞ্জ থানা এলাকার বনপাধর গ্রামে এসেছিল বিয়ে করতে।
advertisement
2/5
স্থানীয় মানিকওয়ার গ্রামের অমৃত লালের ছেলে প্রদ্যুম্নের সাথে যমুনা যাদবের মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। এদিন যখন বিয়ের আচার অনুষ্ঠান চলছিল, তখনই বরযাত্রীদের নিয়ে ঝগড়া শুরু হয় এবং মেয়েটি শেষমেশ বিয়ে করতেও অস্বীকার করে।
স্থানীয় মানিকওয়ার গ্রামের অমৃত লালের ছেলে প্রদ্যুম্নের সাথে যমুনা যাদবের মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। এদিন যখন বিয়ের আচার অনুষ্ঠান চলছিল, তখনই বরযাত্রীদের নিয়ে ঝগড়া শুরু হয় এবং মেয়েটি শেষমেশ বিয়ে করতেও অস্বীকার করে।
advertisement
3/5
পুলিশ জানায়, ছেলেটির মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলে মেয়েটি বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এর আগে বিয়ের আচারের সময় স্থানীয় প্রথা অনুযায়ী বরযাত্রীরা মেয়ের আত্মীয়দের মারধর করে। এই রীতির আচার চলছিল, তখনই বরযাত্রীদের একাংশ মহিলাদের লক্ষ্য করে কটূক্তি করে বলে অভিযোগ। এ নিয়ে বিবাদ বাড়লে মেয়ে পক্ষের লোকজন বরযাত্রীদের বেধড়ক মারধর শুরু করে দেয়। বর ও তার সঙ্গীদের মারধর ও টেনে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
পুলিশ জানায়, ছেলেটির মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলে মেয়েটি বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এর আগে বিয়ের আচারের সময় স্থানীয় প্রথা অনুযায়ী বরযাত্রীরা মেয়ের আত্মীয়দের মারধর করে। এই রীতির আচার চলছিল, তখনই বরযাত্রীদের একাংশ মহিলাদের লক্ষ্য করে কটূক্তি করে বলে অভিযোগ। এ নিয়ে বিবাদ বাড়লে মেয়ে পক্ষের লোকজন বরযাত্রীদের বেধড়ক মারধর শুরু করে দেয়। বর ও তার সঙ্গীদের মারধর ও টেনে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
advertisement
4/5
পরিস্থিতি আয়ত্তের বাড়িয়ে চলে যাওয়ায় বরযাত্রীদের মধ্যে একজন থানায় পৌঁছে ঘটনা জানালে কোথাও কোথাও পুলিশ বরযাত্রীদের ছাড়িয়ে নিয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার শিব কুমার সাংবাদিকদের বলেন, মেয়েটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বিয়ের অনুষ্ঠান চলাকালীন ছেলেটির আচরণ সঠিক ছিল না।
পরিস্থিতি আয়ত্তের বাড়িয়ে চলে যাওয়ায় বরযাত্রীদের মধ্যে একজন থানায় পৌঁছে ঘটনা জানালে কোথাও কোথাও পুলিশ বরযাত্রীদের ছাড়িয়ে নিয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার শিব কুমার সাংবাদিকদের বলেন, মেয়েটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বিয়ের অনুষ্ঠান চলাকালীন ছেলেটির আচরণ সঠিক ছিল না।
advertisement
5/5
বরের মানসিক অবস্থা ভালো না থাকার বিষয়টি গোপন করে বিয়ে করার অভিযোগও রয়েছে ছেলে পক্ষের বিরুদ্ধে। তবে পাল্টা বরযাত্রীদের মারধরের অভিযোগও তুলেছেন ছেলের বাবা। এ নিয়ে ঝগড়া হয় এবং বিয়ে শেষমেশ ভেঙে যায়।
বরের মানসিক অবস্থা ভালো না থাকার বিষয়টি গোপন করে বিয়ে করার অভিযোগও রয়েছে ছেলে পক্ষের বিরুদ্ধে। তবে পাল্টা বরযাত্রীদের মারধরের অভিযোগও তুলেছেন ছেলের বাবা। এ নিয়ে ঝগড়া হয় এবং বিয়ে শেষমেশ ভেঙে যায়।
advertisement
advertisement
advertisement