Bihar Assembly Election 2025: সময় ফুরোচ্ছে হুহু করে...তা-ও কিছু করতে পারলেন না রাহুল! শেষে সোজা লালুকে ফোন
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
কংগ্রেস মুখপাত্র পবন খেরা জানিয়েছেন, ‘‘আলোচনা খুব ভাল এগোচ্ছে৷ যাঁরা মনোনয়ন জমা দিয়েছেন, তাঁরা প্রচার চালাচ্ছেন৷ খুব তাড়াতাড়িই গোটা (আসন বাটোয়ারার) বিষয়টা স্পষ্ট হয়ে যাবে৷ মহাগঠবন্ধন জোটই সরকার গড়বে৷’’
পটনা: আর মাত্র ২৬ ঘণ্টা৷ এর মধ্যেই দাখিল করতে হবে বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের মনোনয়ন৷ কিন্তু, এখনও পর্যন্ত আসন সমঝোতাই করে উঠতে পারল না রাহুল-তেজস্বীদের মহাগঠবন্ধন জোট৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং রাহুল গান্ধি বৃহস্পতিবার আরজেডি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসলেন বটে কিন্তু কাজের কাজ হল না কিছুই ৷ এমনকি, রাহুল গান্ধি সোজা লালুপ্রসাদ যাদবকেও ফোন করে বলে সূত্রের খবর৷
advertisement
জানা গিয়েছে, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী মল্লিকার্জুন খাড়্গে এবং রাহুল গান্ধিকে জানিয়েছেন, তাঁদের অন্য জোটসঙ্গীদেরও মহাগঠবন্ধনে আসন দিতে হবে৷ সেটা স্থানীয় রাজনীতির জন্য বেশি জরুরি৷ এ প্রসঙ্গে কংগ্রেসের কী অবস্থান, তা অবশ্য সামনে আসেনি৷ এছাড়া, জানা গিয়েছে, নেতৃত্বের জোট আসন সমঝোতার কথা না ভেবে ইতিমধ্যেই আরজেডি এবং কংগ্রেসের বহু নেতাই তাঁদের মনোনয়ন পত্র জমা দিয়ে দিয়েছেন৷
advertisement
advertisement
কংগ্রেস মুখপাত্র পবন খেরা জানিয়েছেন, ‘‘আলোচনা খুব ভাল এগোচ্ছে৷ যাঁরা মনোনয়ন জমা দিয়েছেন, তাঁরা প্রচার চালাচ্ছেন৷ খুব তাড়াতাড়িই গোটা (আসন বাটোয়ারার) বিষয়টা স্পষ্ট হয়ে যাবে৷ মহাগঠবন্ধন জোটই সরকার গড়বে৷’’
advertisement
ইতিমধ্যেই মহাগঠবন্ধনের অন্যতম শরিক কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কিস্ট-লেনিনিস্ট) ১৮ প্রার্থীর একটি তালিকা ঘোষণা করে দিয়েছিলেন৷ আগামী ১৭ অক্টোবর বিহারের প্রথম দফা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন৷ প্রথম ধাপে ৬ নভেম্বর ২৪৩টি আসনের মধ্যে মোট ১২১টিতে ভোটগ্রহণ হবে বিহারে৷ বাকি আসনগুলির জন্য ভোটগ্রহণ ১১ নভেম্বর৷ ভোট গণনা ১৪ নভেম্বর।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,Delhi
First Published :
October 16, 2025 4:38 PM IST