Bengaluru Stamped Case: বিরাটকে দেখবে বলে অফিসের শিফটের মাঝখানে উঠে স্টেডিয়ামে গিয়েছিল দেবী, আর ফিরল না! ডেস্কে পড়ে ল্যাপটপ-ব্যাগ

Last Updated:

Bengaluru Stamped Case: দেবীর এক সহকর্মী জানান, "তাঁর ল্যাপটপ এখনও টেবিলে রাখা আছে, তাঁর ব্যাগ এখানে আছে, কিন্তু সে নেই," বিরাট কোহলিকে দেখতে গিয়ে মর্মান্তিক পরিণতি যুবতীর।

বিরাটকে দেখতে গিয়ে শেষ, ডেস্কে পড়ে ল্যাপটপ-ব্যাগ
বিরাটকে দেখতে গিয়ে শেষ, ডেস্কে পড়ে ল্যাপটপ-ব্যাগ
বেঙ্গালুরু: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে মারা যান ১১ জন। তাঁদের মধ্যে দেবীও ছিলেন। দেবী একজন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভক্ত। তাঁর বাবা-মায়ের একমাত্র সন্তান। তামিলনাড়ুর বাসিন্দা এই টেকি তাঁর শিফটের মাঝখানে উঠে স্টেডিয়ামে গিয়েছিলেন। তাঁর কয়েক ঘণ্টার ছুটির অনুরোধ প্রায় ২.৩০ টায় অনুমোদিত হওয়ার পরে।
দেবীর সহকর্মীরা জানিয়েছেন, দেবী বিরাট কোহলির ভক্ত ছিলেন এবং অনলাইনে এন্ট্রি পাস আর উপলব্ধ না থাকলেও চিন্নাস্বামী স্টেডিয়ামে যাওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। স্থানীয় পাস পাওয়ার আশায় দেবী তাঁর ল্যাপটপ এবং ব্যাগ অফিসের ডেস্কে রেখে গিয়েছিলেন। তিনি যখন মেট্রোতে উঠেছিলেন, তখন তিনি তাঁর এক বন্ধুকে টেক্সট করেছিলেন যে তিনি রাস্তায় আছেন, যা তাঁর শেষ বার্তা হয়ে দাঁড়ায়।
advertisement
আরও পড়ুন: মহুয়ার ‘মিত্র’ এবার পিনাকী মিশ্র! বার্লিনে এক হল চার হাত, কে এই পিনাকী জানেন? পরিচয়ে দারুণ চমক! রাজনৈতিক মহল তোলপাড়
এক সহকর্মী জানান, “তাঁর ল্যাপটপ এখনও টেবিলে রাখা আছে, তাঁর ব্যাগ এখানে আছে, কিন্তু সে নেই,” সহকর্মী আরও বলেন, তাঁরা দেবীর মৃত্যুর খবর পেয়েছিলেন যখন তাঁরা একটি হাসপাতাল থেকে ফোন পান। জানানো হয় যে তাঁরা এখনও তাঁর বাবা-মাকে খবরটি জানাতে পারেননি।
advertisement
advertisement
আরও পড়ুন: আপনি কি স্বপ্নে এই নোংরা জিনিসগুলি দেখেন? পরে ভেবে ঘেন্না লাগে? স্বপ্নশাস্ত্রে এর অর্থ জানলে চমকাবেন!
প্রথম আইপিএল ট্রফি জিতেছে আরসিবি। স্বাভাবিক ভাবেই আনন্দে উদ্বেল বেঙ্গালুরু। কিন্তু সব আনন্দ ম্লান হয়ে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনায়। বুধ সন্ধ্যায় আনন্দ উদযাপনের অনুষ্ঠানে বিশৃঙ্খলার কারণে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। এই ঘটনাকে ‘অপ্রত্যাশিত ট্র্যাজেডি’ বললেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তাঁর দাবি, এত ভিড় হবে আশা করেনি তাঁর সরকার।
বাংলা খবর/ খবর/দেশ/
Bengaluru Stamped Case: বিরাটকে দেখবে বলে অফিসের শিফটের মাঝখানে উঠে স্টেডিয়ামে গিয়েছিল দেবী, আর ফিরল না! ডেস্কে পড়ে ল্যাপটপ-ব্যাগ
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement