Bengaluru Rain: প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল বিল্ডিং, নিহত ৩, ধ্বংসস্তূপের ভিতর অন্তত ১৭ শ্রমিকের আটকে থাকার আশঙ্কা! দেখুন ভিডিও
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Bengaluru Rain: আহত নির্মাণ শ্রমিকদের মধ্যে একজন ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসে তাদের মর্মান্তিক ঘটনার কথা জানান। পুলিশ, ফায়ার ফোর্স এবং জরুরী সেবা কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং আহত শ্রমিকের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার অভিযান শুরু করে।
বেঙ্গালুরু: প্রবল বৃষ্টির কারণে বেঙ্গালুরুতে একটি নির্মীয়মান বিল্ডিং ধসে পড়েছে৷ সূত্রের খবর, প্রায় ১৭ জন নির্মাণ শ্রমিক ধ্বংসস্তূপের ভিতরে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ এবং ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করেছে এবং আরও তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে। বাকিদের উদ্ধার কাজ অব্যাহত। এ বিষয়ে পুলিশ বিভাগ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও কিছু জানানো হয়নি।
আরও পড়ুন : অনলাইন ট্রেডিং-এ মুনাফার লোভ, ঠগের ফাঁদে পা দিয়ে ৫০ লাখ টাকা হারালেন ব্যক্তি, জানুন কীভাবে
advertisement
advertisement
আহত নির্মাণ শ্রমিকদের মধ্যে একজন ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসে তাদের মর্মান্তিক ঘটনার কথা জানান। পুলিশ, ফায়ার ফোর্স এবং জরুরী সেবা কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং আহত শ্রমিকের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার অভিযান শুরু করে।
মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং তাঁর ডেপুটি ডি.কে. শিবকুমার এখতিয়ার ফোন করেন ডিসিপি দেবরাজকে৷ তাঁর কাছ থেকে ঘটনা সম্পর্কে আপডেট নিয়েছেন।
advertisement
আরও পড়ুন : প্রেমিকার জেদে প্রেমিকের মৃত্যু! ভাড়াটে খুনিদের ফাঁদে পড়ে নিজেই শিকার হয়ে গেলেন ব্যক্তি, বিস্তারিত জানুন
বাবুসাপাল্যায় মর্মান্তিক ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, প্রবল বৃষ্টির মধ্যেও বিল্ডিং তৈরির কাজ চলছিল৷ যার ফলে এই দুর্ঘটনা ঘটে। নগরোন্নয়ন মন্ত্রী ও স্থানীয় বিধায়ক বাইরাথি সুরেশ ঘটনাস্থলে গিয়ে পুরো ব্যপারটির তদারকি করেন।
advertisement
অন্যদিকে, সূত্র নিশ্চিত করেছে যে প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত আবদুল কালামের আত্মীয়রা যে কেন্দ্রীয় বিহার অ্যাপার্টমেন্টে থাকতেন, সেখান থেকে তাদের সরিয়ে নেওয়া হয়েছে৷ কারণ ভারী বৃষ্টিতে সেই সব জায়গাগুলি ভেসে গিয়েছে৷
Karnataka, Bangalore: An under-construction building in the Babusapalya area has collapsed. Three workers have been rescued. According to the police, there is a possibility that 10 to 12 more workers may be trapped inside pic.twitter.com/PQvs2FxjVl
— IANS (@ians_india) October 22, 2024
advertisement
প্রয়াত কালামের আত্মীয়, যাঁর বয়স ৮০ বছর, এবং তাঁর মেয়ে অ্যাপার্টমেন্টের ডি৬ ব্লকে থাকতেন। কর্তৃপক্ষ হাজার হাজার বাসিন্দাকে ফ্ল্যাট থেকে নৌকার মাধ্যমে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছে।
এদিকে, কেনগেরি লেকে ডুবে যাওয়া দুই ভাইবোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে প্রথমে ছেলের লাশ পাওয়া যায়, সন্ধ্যায় তার বোনের মৃতদেহ উদ্ধার করা হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 22, 2024 11:56 PM IST