Uttar Pradesh Crime: প্রেমিকার জেদে প্রেমিকের মৃত্যু! ভাড়াটে খুনিদের ফাঁদে পড়ে নিজেই শিকার হয়ে গেলেন ব্যক্তি, বিস্তারিত জানুন

Last Updated:

Crime news: দুষ্কৃতিরা কেন ইমরানকে খুন করল? জানা গিয়েছে, কাজের আগে খুনিরা ইমরানের কাছ থেকে আড়াই লক্ষ টাকা দাবি করে। কিন্তু ইমরান টাকা দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর তিনিই শিকার হয়ে যান ভাড়াটে খুনিদের।

সুপারি কিলার নিয়ে এসে নিজেই খুন হয়ে গেলেন ব্যক্তি
সুপারি কিলার নিয়ে এসে নিজেই খুন হয়ে গেলেন ব্যক্তি
বাগপত: বড়ৌত থানা পুলিশ তিনজন ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করেছে। এই খুনিরা একজন ব্যক্তিকে হত্যার সুপারি নিয়েছিল, কিন্তু পরে তারা সেই সুপারি দেওয়া ব্যক্তিকেই হত্যা করে।
ঘটনাটি ঠিক কী? ইমরান নামের এক ব্যক্তি তার প্রেমিকার স্বামীকে হত্যা করার পরিকল্পনা করেছিল। এই কারণে সে তিনটি ভাড়াটে খুনি নিয়োগ করে। এই কাজের জন্য সে খুনিদের আড়াই লক্ষ টাকা দেওয়ার কথা বলে। কিন্তু পরে যখন খুনের সময় আসে,  তখনই ঘটনায মোড় নেয়৷ ইমরান খুনিদের টাকা দিতে রাজি হয়নি। রেগে খুনিরা ইমরানকেই হত্যা করে।
advertisement
advertisement
পুলিশের তদন্তে জানা গিয়েছে, ইমরানের প্রেমিকা স্বামীর সাথে আর থাকতে চাইছিল না৷ সে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ইমরানের সাথে থাকতে চাইছিল। এই কারণেই ইমরান তার প্রেমিকার স্বামীকে হত্যা করার পরিকল্পনা করে।
ইমরান প্রথমে খুনিদের নিজের বাড়িতে নিয়ে যায়৷ সেখানে সবার সঙ্গে খুনিদের পরিচয়ও করায় সে৷ পুলিশের জিজ্ঞাসাবাদে খুনিরা সব কিছু স্বীকার করে নিয়েছে।
advertisement
কিন্তু দুষ্কৃতিরা কেন ইমরানকে খুন করল? জানা গিয়েছে,  শামলিতে গিয়ে খুনিরা ইমরানের কাছ থেকে আড়াই লক্ষ টাকা দাবি করে। কিন্তু ইমরান টাকা দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে ঝগড়া হয়। ইমরান তাদের বলেছিল, কাজ শেষ হলেই তিনি টাকা দেবে৷  এরপর খুনিরা ইমরানকে গুলি করে হত্যা করে৷  তার দেহ জঙ্গলে ফেলে রেখে চলে যায়।
advertisement
পুলিশ তিন খুনিকেই গ্রেপ্তার করেছে, এবং তাদের কাছ থেকে একটি  গাড়িও উদ্ধার করা হয়েছে বলা জানা গিয়েছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh Crime: প্রেমিকার জেদে প্রেমিকের মৃত্যু! ভাড়াটে খুনিদের ফাঁদে পড়ে নিজেই শিকার হয়ে গেলেন ব্যক্তি, বিস্তারিত জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement