villagers give talibani punishment to man and lover: করবাচৌথে বয়ফ্রেন্ডকে বাড়িতে ডাকেন গৃহবধু, ও‍ত পেতেছিল গ্রামবাসীরা, ধরা পড়তেই যা হল...

Last Updated:

villagers give talibani punishment to man and lover: গ্রামবাসীরা মহিলাকে একটি গাছে বেঁধে রেখেছে৷ ছেলেটিকে পশুর মতো দড়ি দিয়ে বেঁধে মাটিতে ফেলে রাখা হয়েছে৷ এই সময় গ্রামবাসীরা মহিলার সম্মানও নষ্ট করছে। একটি শাড়ি দিয়ে কোনও মতে ঢেকে রাখা হয়েছে মহিলার শরীর৷

অবৈধ প্রেম গৃহবধুর, হাতে পেতেই গ্রামবাসীদের নারকীয় অত্যাচার
অবৈধ প্রেম গৃহবধুর, হাতে পেতেই গ্রামবাসীদের নারকীয় অত্যাচার
advertisement
নয়াদিল্লি : উত্তর প্রদেশের রায়বরেলিতে অদ্ভুত ঘটনা।  স্বামীর অনুপস্থিতিতে বিবাহিত প্রেমিকার করবাচৌথের ব্রত ভাঙাতে এসেছিল বয়ফ্রেন্ড। গ্রামবাসীরা হাতেনাতে ধরেছে দুজনকে। তাদের ধরার পর নির্মমতার সব সীমা অতিক্রম করেছে গ্রামবাসীরা।  এমন শাস্তি দেওয়া হয়েছে দুজনকে যা জঘন্য বললেও কম বলা হয়৷
advertisement
গ্রামবাসীরা প্রেমিক-প্রেমিকাকে গ্রামের ঠিক মাঝখানে বেঁধে রেখেছিল৷ তারপর দুজনকে ঘিরে ধরে মারধর ও কটুক্তি করা হয়। শুধু তাই নয়, মহিলার সঙ্গে মারধরের পাশাপাশি গ্রামবাসীরা তার সম্মানও নষ্ট করেছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়ে গিয়েছে।
advertisement
ভিডিওতে দেখা গিয়েছে, গ্রামবাসীরা মহিলাকে একটি গাছে বেঁধে রেখেছে৷ ছেলেটিকে পশুর মতো দড়ি দিয়ে বেঁধে মাটিতে ফেলে রাখা হয়েছে৷ এই সময় গ্রামবাসীরা মহিলার সম্মানও নষ্ট করছে। একটি শাড়ি দিয়ে কোনও মতে ঢেকে রাখা হয়েছে মহিলার শরীর৷ কিন্তু গ্রামবাসীরা সেটা ধরেও টানাটানি করেছে৷
জানা গিয়েছে, ওই মহিলার স্বামী গুরগাঁওয়ে কাজ করতে গিয়েছিলেন৷ আর সেই ফাঁকেই  স্ত্রী গ্রামের এক যুবকের সঙ্গে প্রেম চালাচ্ছিল। এই ঘটনা না কি বেশ অনেকদিন ধরেই চলছিল৷ গ্রামবাসীরা প্রথমে বিষয়টা গুরুত্ব না দিলেও পরে তক্কে তক্কে ছিল৷ সুযোগ পেতেই দুজনকে হাতে না হাতে ধরা হয়৷ আর তারপর চলে নির্মম অত্যাচার৷
advertisement
করবাচৌথের দিন ওই মহিলা প্রেমিককে নিজের ব্রত ভাঙার জন্য ডাকেন। দুজনের কারওরই আন্দাজ ছিল না কী অপেক্ষা করছে তাদের ভাগ্যে৷ আগেভাগেই প্রস্তুত থাকা গ্রামবাসীরা তাদের হাতেনাতে ধরে ফেলে এবং এরপর শুরু হয় তাদের প্রতি তালিবানি শাস্তি। এই ঘটনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ বিষয়ে থানার সিও সালোন বলেছেন যে, ঘটনা তার জানা রয়েছে। গ্রামবাসীদের বিরুদ্ধে ক্ষতিগ্রস্থদের পক্ষ থেকে অভিযোগ পেলেই আইন মেনে  কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
villagers give talibani punishment to man and lover: করবাচৌথে বয়ফ্রেন্ডকে বাড়িতে ডাকেন গৃহবধু, ও‍ত পেতেছিল গ্রামবাসীরা, ধরা পড়তেই যা হল...
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement