Bengal BJP: মমতার দিল্লি সফরের আগেই বাংলা নিয়ে বড় চমক বিজেপির! ২৯ থেকে রাজধানীতে শুরু বিরাট কর্মসূচি

Last Updated:

Bengal BJP: পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভেঙে পড়ার অভিযোগ তুলে সরব হওয়ার কর্মসূচি নিয়েছেন গেরুয়া শিবির ঘনিষ্ঠ আইনজীবীরা। সূত্রের খবর, নিহত বিজেপি কর্মী সমর্থকদের পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর বুকে ধরনা বিক্ষোভ পদযাত্রা করতে চলেছে বিজেপি।

দিল্লিতে বিরাট কর্মসূচি বিজেপির
দিল্লিতে বিরাট কর্মসূচি বিজেপির
#নয়াদিল্লি :  বাংলা নিয়ে এবার রাজধানী নয়াদিল্লিতে ঘুরপথে বড়সড় কর্মসূচি নিতে চলেছে বিজেপি। পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভেঙে পড়ার অভিযোগ তুলে সরব হওয়ার কর্মসূচি নিয়েছেন গেরুয়া শিবির ঘনিষ্ঠ আইনজীবীরা। সূত্রের খবর, নিহত বিজেপি কর্মী সমর্থকদের পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর বুকে ধর্ণা বিক্ষোভ পদযাত্রা করতে চলেছে বিজেপি।
আগামী ২৯ এপ্রিল এই পদযাত্রা বিক্ষোভ কর্মসূচি হবে। রাজ্য বিজেপি নেতৃত্বের পাশাপাশি বিজেপির আইনজীবী সেলের সদস্যরা যোগ দেবেন এই কর্মসূচিতে। যন্তর-মন্তর থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত পদযাত্রা করবে বিজেপি নেতৃত্ব। ইন্ডিয়া গেটের সামনে ধর্ণা বিক্ষোভের পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করারও কর্মসূচি রয়েছে বিজেপির।
advertisement
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য শুক্রবারে দিল্লি পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ৩০ এপ্রিল প্রধান বিচারপতিদের একটি কনফারেন্সে যোগ দেবেন তিনি। সেই সম্মেলনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক মঞ্চে দেখা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য বীরভূমের রামপুরহাটের বগটুই এবং এবং নদীয়ার হাঁসখালির গণধর্ষণের ঘটনার পর রাজ্যের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অভিযোগ তুলে সরব বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যেই দুই জায়গাতেই তথ্যানুসন্ধানী দল পাঠিয়েছে কেন্দ্রীয় বিজেপি। দুই জায়গার রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। ঘটনাস্থল ঘুরে এসে কেন্দ্রীয় নেতৃত্বকে দেওয়া রিপোর্টে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি করা হয়েছে। রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার অভিযোগ তুলে ৩৫৫, ৩৫৬ ধারা প্রয়োগ এর দাবি করা হয়েছে বিজেপির তরফ থেকে। যদিও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একাধিকবার জানিয়েছেন কোন নির্দিষ্ট ধারার কথা তিনি বলেননি। শুধুমাত্র কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।
advertisement
তবে গত বাজেট অধিবেশনে  বিজেপি সাংসদরা সংসদে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরব হয়েছেন। পশ্চিমবঙ্গে ৩৫৫ ধারা প্রয়োগের দাবি করেছেন বঙ্গ বিজেপি সাংসদরা। এছাড়াও অপরাধী সনাক্তকরণ বিলের জবাবি ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে বলেন বাংলায় গেলে খুন হয়ে যেতে হবে। যদিও তার সেই মন্তব্যের তীব্র প্রতিবাদ করে তৃণমূল।
advertisement
রাজ্য সরকারকে বিরক্ত করতে বিজেপি নেতৃত্ব বারবার আইন-শৃঙ্খলা নিয়ে কথা বলছেন বলে পাল্টা দাবি করেছে তৃণমূল। দলীয় নেতৃত্বের দাবি নির্বাচনে জয়লাভ করতে না পেরে পিছনের দরজা দিয়ে রাজ্য প্রশাসনের অন্তরে বিশৃঙ্খলা তৈরি করার চক্রান্ত করছে বিজেপি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bengal BJP: মমতার দিল্লি সফরের আগেই বাংলা নিয়ে বড় চমক বিজেপির! ২৯ থেকে রাজধানীতে শুরু বিরাট কর্মসূচি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement