Air Conditioner In Bed: বিছানাতেই দিন চমক! ঘরে আনুন দুর্দান্ত এই জিনিস! কয়েক মিনিটেই ঠান্ডা, দাম শুনলে চমকে যাবেন...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Air Conditioner In Bed: পাশাপাশি, মানুষের চাহিদার ওপর ভর করে আসছে নিত্যনতুন জিনিসও। গরমের সঙ্গে পাল্লা দিয়ে আসছে পকেট-ফ্রেন্ডলি বেশ কিছু পোর্টেবল এসি যা বড় কুলারের থেকেও বেশি কার্যকরী।
advertisement
advertisement
এসি বলতে উইন্ডো এসি এবং স্প্লিট এসিকেই এতদিন দেখে এসেছেন সবাই। এগুলির মধ্যে একটি বাড়ির জানালায় ইনস্টল করা হয় অন্যটি বাড়ির ভিতরে বিভিন্ন জায়গায় ইনস্টল করা যেতে পারে। কিন্তু, এই পরিবর্তনের যুগে পাল্টাচ্ছে সবকিছুই। পাশাপাশি, মানুষের চাহিদার ওপর ভর করে আসছে নিত্যনতুন জিনিসও। গরমের সঙ্গে পাল্লা দিয়ে আসছে পকেট-ফ্রেন্ডলি বেশ কিছু পোর্টেবল এসি যা বড় কুলারের থেকেও বেশি কার্যকরী।
advertisement
advertisement
advertisement
advertisement
এই এয়ার কন্ডিশনারটি আসলে একটি গদির সঙ্গে পাওয়া যায় যেখানে এটি সংযুক্ত করা যায়। মূলত, একটি পাইপের সাহায্যে, এটি বিছানায় ব্যবহৃত এয়ার কন্ডিশনার গদির সঙ্গে সংযুক্ত থাকে। এরপরে এয়ার কন্ডিশনারটি ক্রমশ ঠান্ডা করতে শুরু করে। আসলে, এই ঠান্ডা বাতাস সরাসরি গদির ভিতরে চলে যায়। এরপরে যখন কোনো ব্যক্তি এটির উপর শুয়ে থাকেন তখন তিনি শীতলতা অনুভব করতে শুরু করেন।