Kolkata News: এবার নিউটাউনের রাস্তা কাঁপাবে ই-বাস! কবে থেকে চালু? ভাড়া কত? জেনে নিন রুট...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Kolkata News: রাজ্য পরিবহণ দফতর সূত্রে খবর, ৬'টি রুটে চালু করা হচ্ছে এই ই-বাস। ধাপে ধাপে রুটের সংখ্যা ও বাসের সংখ্যা দুটোই বাড়ানো হবে।
advertisement
নিউটাউন থেকে শহরের মূল প্রান্তের সঙ্গে বাসের যোগাযোগ অনেকটাই কম বলে অভিযোগ করেন যাত্রীরা। এছাড়া ধাপে ধাপে বেসরকারি বাসের সংখ্যাও কমে যাওয়ায় অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই এবার চালু করে দেওয়া হচ্ছে ই-বাস। আপাতত ছ'টি রুট বাছাই করা হয়েছে। যেখানে চলবে এই ই-বাস। নিউটাউন থেকে পার্ক সার্কাস, সাপুরজি থেকে হাওড়া, সাপুরজি থেকে মহেশতলা, ইকো-স্পেস থেকে সাঁতরাগাছি, ইকো-স্পেস থেকে বাঙ্গুর, সাপুরজি থেকে এয়ারপোর্ট।
advertisement
advertisement
advertisement
এই ধরণের পরিষেবা সংক্রান্ত যে বিশেষজ্ঞ কমিটি আছে তারা বাস চালানোর খরচ প্রতি মাসে নির্ধারণ করেছে কিমি প্রতি ৮৬ টাকা করে৷ ফলে বাস পিছু রাজ্য পরিবহণ নিগম বেসরকারি সংস্থাকে নূন্যতম ৪ লাখ ৩০ হাজার টাকা মিটিয়ে দেবে। বাস চালিয়ে সেই খরচ না উঠলে রাজ্যকেই সেই টাকা দিতে হবে। আপাতত ঠিক হয়েছে ৯ ও ১২ মিটারের এই বাস রাস্তায় নামানো হবে। রাজ্য সরকার নির্ধারিত ভাড়াতেই আগামী ১০ বছর চলবে এই বাস। সূত্রের খবর, চলতি মাসেই এই বাস নিউটাউনের রাস্তায় নামবে। নিউটাউনে ই-বাস চার্জ করার পরিকাঠামো আছে। তাই বাস চালাতে অসুবিধা হবে না বলেই জানাচ্ছেন আধিকারিকরা।