Modi BBC Documentary: বিবিসি-র তথ্যচিত্র দেখানো নিয়ে এবার অশান্তি মুম্বইয়ে, দিল্লিতে তৈরি তদন্ত কমিটি

Last Updated:

টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেন, নির্দেশিকা না মানলে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ করা হবে। এই তথ্যচিত্র দেখানোর প্রতিবাদে এভিবিপি এবং বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকরা প্রবল বিক্ষোভ দেখান।

নয়াদিল্লি: বিবিসির তথ্যচিত্র দেখানো নিয়ে দেশ জুড়ে অশান্তি অব্যাহত। জওহরলাল নেহরু বিশ্ববিদ্য়ালয়, দিল্লি বিশ্ববিদ্য়ালয়ের পরে এবার বিবিসির তথ্যচিত্র নিয়ে অশান্তি ছড়াল বাণিজ্য নগরী মুম্বইয়ে।
বিবিসি-র বিতর্কিত তথ্যচিত্র প্রদর্শনীর জন্য যথারীতি কোনও অনুমতি দেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেন, নির্দেশিকা না মানলে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ করা হবে। যদিও তাতেও পিছু হঠতে নারাজ ছিলেন পড়ুয়ারা। শেষে নিজেদের ল্যাপটপেই তথ্যচিত্র দেখেন বিশ্ববিদ্য়ালয়ের ছাত্রছাত্রীরা।
তথ্যচিত্র দেখানোর প্রতিবাদে প্রবল বিক্ষোভ দেখান এভিবিপি এবং বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকরা। তবে জমায়েত নিষিদ্ধ হওয়ায় সেই সমস্ত বিক্ষোভকারীদেরও সরিয়ে দেওয়া হয়। বিজেপির মুম্বই শাখার প্রধান আশিস শেলার টুইটারে লেখেন, "এই তথ্যচিত্র নিষিদ্ধ করা উচিত পুলিশের। নাহলে আমরা যেটা করতে চাই, সেটাই করে দেখাব।"
advertisement
advertisement
আরও পডুন: বিবিসি-র তথ্যচিত্র নিয়ে সরগরম দেশ! 'বিভাজন তৈরির চেষ্টা চলছে ভারতে', বললেন মোদি
এদিকে গত শুক্রবার কলা বিভাগের ক্যাম্পাসের সামনে বিক্ষোভ ও অশান্তির ঘটনার তদন্ত করতে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছেন দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রজনী আব্বির নেতৃত্বাধীন কমিটিকে ৩০ জানুয়ারি বিকেল পাঁচটার মধ্যে উপাচার্য যোগেশ সিং এর কাছে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
কমিটির সদস্য হিসেবে রয়েছেন, বাণিজ্য বিভাগের অধ্যাপক অজয় কুমার সিং, অধ্যাপক মনোজ কুমার সিং, সোশ্যাল ওয়ার্ক বিভাগের সঞ্জয় রায়, হংসরাজ কলেজের অধ্যক্ষ অধ্যাপক রামা, কিরোরিমাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক দীনেশ খাট্টার, এবং মুখ্য নিরাপত্তা আধিকারিক গজে সিং।
আরও পড়ুন: ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীকে খুব কাছ থেকে গুলি, পাকড়াও পুলিশকর্মী, এলাকায় উত্তেজনা
গত শুক্রবার গুজরাত হিংসা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কিত বিতর্কিত তথ্যচিত্র দেখানো নিয়ে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় দিল্লি বিশ্ববিদ্য়ালয় ক্যাম্পাসে। তথ্যচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করতেই ছাত্রছাত্রীদের উপরে চড়াও হয় পুলিশ। পাঁজাকোলা করে পড়ুয়াদের বের করে নিয়ে যাওয়া হয় ক্যাম্পাসের বাইরে। আটক করা হয় কমপক্ষে ২৪ জন ছাত্রছাত্রীকে। ক্যাম্পাসে জারি হয় ১৪৪ ধারা।
advertisement
কদিন আগেই এই বিতর্কিত তথ্যচিত্র প্রদর্শনী ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্য়ালয় ক্যাম্পাস। সেই সময় অভিযোগ ওঠে, তথ্যচিত্র প্রদর্শনীর সময়ে ক্যাম্পাসের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। এখানেই শেষ নয়, যে সমস্ত ছাত্রছাত্রী এই তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করেছিল, তাঁদের লক্ষ্য করে পুলিশ এবং গেরুয়া ছাত্র সংগঠন এবিভিপি-র সদস্যরা ঢিল ছোড়ে বলেও অভিযোগ ওঠে।
advertisement
যদিও সেই অভিযোগ অস্বীকার করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিন খানিক সেই ঢঙেই ঘটনাক্রম গড়ায় দিল্লি বিশ্ববিদ্য়ালয়ে। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্য়ালয়ের কলা বিভাগের সামনে তথ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা করেছিল কংগ্রেসপন্থী ছাত্র সংগঠন এনএসইউআই।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Modi BBC Documentary: বিবিসি-র তথ্যচিত্র দেখানো নিয়ে এবার অশান্তি মুম্বইয়ে, দিল্লিতে তৈরি তদন্ত কমিটি
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement