Nitish Kumar: ভারতীয় নয়, মদ খায় মহাপাপীরা! কেন এমন বললেন নীতীশ কুমার?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Nitish Kumar: বুধবার বিধানসভায় তিনি বলেন, বিষ মদ খেয়ে মারা যাওয়া লোকজনের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য রাজ্য সরকারকে দায়বদ্ধ করা যাবে না।''
#পাটনা: বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনা বিহারে নতুন নয়। বিহারে মদ নিষিদ্ধ হলেও বারবার বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এই পরিস্থিতিতে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Bihar CM Nitish Kumar) বললেন, "যারা মদ্যপান (Liquor) করে, তারা আর যাই হোক ভারতীয় নয়, তারা মহাপাপী।"
বুধবার বিধানসভায় তিনি বলেন, বিষ মদ খেয়ে মারা যাওয়া লোকজনের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য রাজ্য সরকারকে দায়বদ্ধ করা যাবে না। বিহারের মুখ্যমন্ত্রীর কথায়, ''ক্ষতিকারক জেনেও লোকজন মদ খায়। তাই পরিণতির জন্য নিজেরাই দায়ী, রাজ্য সরকার নয়। এটা তাদের দোষ। ক্ষতি হবে জেনেও তারা জেনেও মদ খায়।''
advertisement
advertisement
शराब पीने वाले @NitishKumar के अनुसार हिंदुस्तानी नहीं और वो महापापी और महाअयोग्य और उनके लिए कोई सहानुभूति नहीं @ndtvindia @Anurag_Dwary pic.twitter.com/bfTB4YU28w
— manish (@manishndtv) March 31, 2022
নীতীশ কুমার বলেন, "মহাত্মা গান্ধিও মদ খাওয়ার বিরোধিতা করেছিলেন আর যারা তাঁর নীতির বিরুদ্ধে যায়, তারা মহাপাপী। এই সমস্ত লোকেদের আমি ভারতীয়ই মনে করি না।" প্রসঙ্গত, বুধবার বিহার বিধানসভা একটি সংশোধনী বিল পাশ করেছে সরকার। বিলে মদ্যপান সংক্রান্ত নিষেধাজ্ঞা কম কঠোর করা হয়েছে। ২০১৬ সালের এপ্রিল মাসে বিহারে মদ বিক্রি এবং মদ্যপান নিষিদ্ধ করেছিল বিহার সরকার৷
advertisement
সেই সূত্রেই মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, ''মদ খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর, তা জেনেশুনেই মানুষ বিষমদ খাচ্ছেন। সেই কারণে তাদের পরিণতির জন্য তারা নিজেরাই দায়ী, সরকার নয়।'' প্রসঙ্গত, গতকাল বিহার বিধানসভায় মদ্যপান বিরোধী সংশোধনী বিল পাশ করা হয়। এই বিলে প্রথমবারের অপরাধীদের জন্য শাস্তি লাঘব করার কথা বলা হয়েছে। এবার থেকে মদ খাওয়ার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের জরিমানা দিয়ে ছেড়ে দেওয়া হবে। তবে যদি কেউ জরিমানা না দেন, সেক্ষেত্রে তাকে এক মাস হাজতবাস করতে হবে।
Location :
First Published :
March 31, 2022 11:53 AM IST